Bathing Time: ভুল সময়ে স্নান করলে স্বাস্থ্যের ক্ষতি? কেন হয় এমনটা?

Bathing Time: স্নানের সুফল অনেক। আবার ভুল সময়ে স্নান করলে ক্ষতিও আছে

Bathing

1/7
স্নানের সুফল অনেক। আবার ভুল সময়ে স্নান করলে ক্ষতিও আছে। তবে স্নানে বেশি ক্ষারজাতীয় সাবানের অতিরিক্ত ব্যবহারে শরীরের তেল ও ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হতে পারে। যে সময় স্নান করা ঠিক নয়, জেনে নিন।
2/7
খাওয়ার পর পরই অর্থাৎ ভরা পেটে স্নান করা ঠিক নয়। এতে খাবার হজমে সমস্যা দেখা দিতে পারে।
3/7
বাইরে থেকে বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে স্নান করা ঠিক নয়। কারণ তখন শরীর ক্লান্ত থাকে।
4/7
অতিরিক্ত ক্লান্ত অবস্থায় স্নান করলে শরীর আরো ক্লান্ত লাগে। কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে তারপর স্নান করুন। স্নানের সময় সম্ভব হলে পছন্দের গান শুনুন।
5/7
রান্না করতে গেলে আমরা ঘেমে নেয়ে একাকার হয়ে যাই। তাই রান্না করার পর পরই স্নান করা ঠিক নয়।
6/7
ঘামে ভেজা অবস্থায় স্নান করা ঠিক নয়। এতে শরীরের তাপমাত্রা ভারসাম্য নষ্ট হতে পারে।
7/7
ব্যায়ামের পর শরীর ঘেমে যায়। আর সে কারণে ব্যায়ামের পর পরই স্নান করবেন না। এতে করে শরীর আরো দুর্বল মনে হতে পারে।
Sponsored Links by Taboola