Work Out Tips: নতুন বছরে 'ফিট' থাকার রেজোলিউশন, প্রথমবার শুরু করবেন শরীরচর্চা, রইল কিছু সহজ টিপস
Healthy Lifestyle Tips: যাঁরা প্রথমবার ওয়ার্ক আউট শুরু করবেন, তাঁদের কয়েকটা বিষয় খেয়াল রাখা জরুরি। কী কী করবেন এবং কী কী করবেন না, জেনে নেওয়া যাক।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
নতুন বছর সবে শুরু হয়েছে। অনেকেই বছরের শুরুতে বিভিন্ন ধরনের রেজোলিউশন বা শপথ নেন। এই ট্রেন্ডে বেশি আসে ফিট থাকার রেজোলিউশন।
2/10
এমন হতেই পারে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আপনি প্রথমবার শরীরচর্চা শুরু করছেন। অথবা হয়তো অনেকদিনের অনভ্যাসের ফলে ফের শুরু করতে চলেছেন ওয়ার্ক আউট। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।
3/10
যাঁরা প্রথমবার শরীরচর্চা শুরু করেছেন তাঁদের জন্য কিছু নিয়ম থাকে। কী কী করবেন এবং কী কী করবেন না, একনজরে দেখে নেওয়া যাক।
4/10
যেহেতু প্রথমবার শরীরচর্চা শুরু করছেন তাই সঠিক প্রশিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে যোগাসন করুন কিংবা ফ্রি-হ্যান্ড, অথবা জিমে গিয়ে ওয়ার্ক আউট ট্রেনারের পরামর্শ ছাড়া কিছু করা উচিত নয়।
5/10
শরীরচর্চা শুরু করছেন মানে এটা নয় যে প্রথম দিনেই সবকিছু করে ফেলবেন। অর্থাৎ নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে ওয়ার্ক আউট করতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বাড়বে।
6/10
প্রথমেই জটিল কোনও যোগাসন, ওয়ার্ক আউটের ধরন অভ্যাস করতে না যাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল কারণ অজান্তে চোট-আঘাত পেয়ে যেতে পারেন। জিমে গিয়ে বিভিন্ন মেশিনের সাহায্যে ওয়ার্ক আউট করার ব্যাপারেও সতর্ক থাকা প্রয়োজন।
7/10
যাঁরা সবেমাত্র ওয়ার্ক আউট বা শরীরচর্চা শুরু করেছেন তাঁরা সকলেই ওয়ার্ক-আপ সেশনের ব্যাপারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। একসারসাইজ শুরু করার আগে ভালভাবে ওয়ার্ম-আপ করে নিলে আপনার পেশী শিথিল হয়ে যাবে। ফলে পেশীতে টান লেগে চোট পাওয়ার সম্ভাবনা কমবে। অন্যান্য চোট-আঘাত থেকেও দূরে থাকবেন আপনি।
8/10
যাঁরা এবছর থেকে শরীরচর্চা শুরু করেছেন তাঁরা প্রথমে বাড়িতে যোগাসন অভ্যাস করুন। অবশ্যই তার আগে দরকার বডি ওয়ার্ম-আপ। আর যোগাসনের সঙ্গে সঙ্গে হাল্কা ফ্রি-হ্যান্ড একসারসাইজও অভ্যাস করা দরকার।
9/10
শুধু শরীরচর্চা করলেই হবে না। খেতেও হবে সঠিক ভাবে। স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার। ভাজাভুজি, বাইরের খাবার, অতিরিক্ত তেল এবং মশলা এড়িয়ে চলাই ভাল।
10/10
শরীরচর্চার মূল উদ্দেশ্য হল ওজন কমানো। তাই আপনি জিমে না গেলেও চলবে। নিয়মিত হাঁটাচলা, দৌড়ানো এইসব অভ্যাস থাকলে এবং সঠিক ভাবে খাওয়া-দাওয়া করলেও নিয়ন্ত্রণে থাকবে আপনার ওজন।
Published at : 01 Jan 2024 06:24 PM (IST)