ISRO XPoSat Launch: ইসরোর ডানায় ভর করে নতুন বছরের উড়ান! কেমন ছিল উৎক্ষেপণের মুহূর্ত?
নতুন বছরের প্রথম দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO)মুকুটে জুড়েছে নতুন পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল 'এক্সপোস্যাট'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১ জানুয়ারি, সোমবার সকাল ৯টা বেজে ১০ মিনিটে সফল উৎক্ষেপণ সারে ইসরোর এই অভিযানের। এটি দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট।
পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV রকেটে চাপিয়ে এক্সপোস্যাটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দিয়েছে। এর আগে ২০২১ সালে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে নাসা।
আমেরিকার পর ভারতই দ্বিতীয় দেশ যে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করছে। এক্সপোস্যাটের মাধ্যমে মহাকাশে X-Ray-র উৎস সন্ধান করা হবে।
ব্ল্যাক হোল (Black Hole) বা কৃষ্ণগহ্বর সম্পর্কে গবেষণা নতুন দিশা পেতে পারে যদি ইসরোর এই অভিযানের মাধ্যমে আরও তথ্য হাতের মুঠোর আসে।
মহাকাশে ব্ল্যাক হোলের উপস্থিতি, সন্ধান ও উৎসের তথ্য জোগাড় করার চেষ্টা করবে ইসরো এক্সপোস্যাট। এর মাধ্যমে কোথায় কোথায় ব্ল্যাক হোলস রয়েছে, তার সন্ধানও মিলতে পারে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই অভিযানের মাধ্যমে মিলতে পারে নতুন ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ঠিকানাও। এছাড়া মহাকাশে ৫০টিরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথা ইসরো-র নতুন মহাকাশযান এক্সপোস্যাটের।
ইসরোর এই মহাকাশযান সফল উৎক্ষেপণের পরে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমাদের বিজ্ঞানীদের জন্য ২০২৪ সালের শুরুটা ভাল হল। মহাকাশ গবেষণা ক্ষেত্রে ভাল খবর এটি।'
ইসরোর XPoSat-এ দুটি পে-লোড রয়েছে। তার মধ্যে রয়েছে X ray Polarimeter (POLIX এবং X ray Spectroscopy and Timing (XSPECT)।
এই দুটি পে-লোড তৈরি করেছেন বেঙ্গালুরুতে ভারতের রামন রিসার্চ ইন্সটিটিউট এবং UR Rao Satellite Centre
- - - - - - - - - Advertisement - - - - - - - - -