Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Aquarium Benefits:সুখ-সমৃদ্ধিতে ভরবে সংসার, ঘরের কোথায় রাখবেন অ্যাকোয়ারিয়াম?
ঘর সাজানোর সখ অনেকের থাকে। তারই অঙ্গ হিসেবে ঘরের কোণে রাখা থাকে অ্যাকোয়ারিয়াম। যা আবার মানুষের সুখ সমৃদ্ধ বৃদ্ধি করতেও পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাকোরিয়ামের বহমান জল ইতিবাচক এনার্জি বাড়াতে পারে। পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখতেও কার্যকরী। তবে অ্যাকোরিয়াম রাখার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়।
বাস্তু নিয়ম অনুযায়ী, অ্যাকোয়ারিয়াম পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিক করে রাখতে হয়। তাতে ইতিবাচকতা এবং অর্থের দিক থেকে আকর্ষণ বাড়ে। মূল দরজার বাঁ দিকে রাখলে সম্পর্ক দৃঢ় হয়। তবে রান্নাঙঘরে রাখবেন না তাত পরিবারে অশান্তি হতে পারে।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বসার ঘরে রাখা রয়েছে অ্যাকোয়ারিয়াম। দক্ষিণ-পূর্ব দিকে মাছ রাখলে পরিবারের পক্ষে তা সুখের বার্তা বয়ে আনে।
বাস্তুশাস্ত্র মতে, স্বাভাবিকভাবে কোনও মাছের মৃত্যু কোনও সমস্যা সমাধানের ইঙ্গিত করে। শক্তি নতুন করে বাড়তে পারে এইভাবে। তবে কোনও মাছ মরে গেলে তার পরিবর্তে অন্য মাছ রাখতে হবে। মরা মাছ সরিয়ে নিয়ে ফাঁকা রাখলে নেতিবাচক প্রভাব পড়ে।
অফিসে রাখার ক্ষেত্রে রিসেপশন হল আদর্শ জায়গা। বিশেষ করে উত্তর বা দক্ষিণ দিকে রাখা যেতে পারে। যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করেন তাঁদের ক্ষেত্রে অ্যাকোয়ারিয়াম মনোযোগী হতে সাহায্য করে।
তবে বেশ কিছু জায়গায় অ্যাকোয়ারিয়াম রাখার ফল ভাল নাও হতে পারে। যেমন বাড়ি বা ঘরের মাঝখানে রাখা যাবে না। এতে শক্তির ভারসাম্য নষ্ট হয়। আর্থিক কষ্ট হতে পারে।
বাড়ির দক্ষিণ দিক যশ এবং প্রতিপত্তি নির্দেশ করে। সেখানে অ্যাকোয়ারিয়াম রাখলে বিপদ হতে পারে। জল রাখার ফলে অর্থকষ্টের আশঙ্কা থাকে।
সিঁড়ির তলায় বা কোনও পিলারের পাশে অ্যাকোয়ারিয়াম রাখা যাবে না। এরকম জায়গায় রাখলে সবসময় চাপ থাকে। তাতে নেতিবাচক বার্তা আসে ঘরে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -