Wedding Season: বিয়ের মরসুমে কীভাবে খরচ সামলাবেন ? দেবেন কী উপহার?
Wedding Season Update: বিয়ের মরসুমে একাধিক বিষয়ে নজরে রাখা উচিত। সেটা গিফট দেওয়া থেকে শুরু করে শরীর ফিট রাখা, সবই পড়ছে। চলুন একবার দেখে নেওয়া যাক।
বিয়ের মরসুমে কীভাবে খরচ সামলাবেন ? দেবেন কী উপহার?
1/10
রাজ্যে বিয়ের মরসুম তুঙ্গে। তবে একদিকে যেমন নিমন্ত্রণের ক্ষেত্রে একাধিক বিষয় ভাবতে হয়। তেমনই অন্যদিকেও একই দৃশ্য।
2/10
শাড়ি থেকে পাঞ্জাবি কেনা থেকে খাওয়ানো, সব কিছুই খরচ সাপেক্ষ। অনেকেই বহুদিন ধরেই এর জন্য টাকা জমিয়ে রাখে।
3/10
পাশাপাশি অনেকেই আবার লোন নেয়। তবে সমসাময়িক সব কিছুর সঙ্গেই খাওয়া দাওয়া, সাজসজ্জার খরচ বেড়েই চলেছে।
4/10
তাই যদি সামনেই বিয়ে থাকে, খাওয়া দাওয়া, ভাড়া বাড়ি নিয়ে একটা এস্টিমেট করুন। তবে বাজেট বুঝে বাড়াতে পারেন।
5/10
পাশাপাশি বিয়ে, বউ ভাতেই পুরো খরচটা আটকে থাকে না। তারপরেও রয়ে যায় একাধিক খরচের ইস্যু।
6/10
ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব খুঁটিনাটি খরচই হিসেবের তালিকায় রাখুন। তাহলে নির্দিষ্ট অর্থের মধ্যেই সব কাজ শেষ হবে।
7/10
বিয়ের মরসুমে অপরদিকে, যারা নিমন্ত্রিত তাঁদেরও একটা বড় খরচের বহর থাকে। আত্মীয়দের জন্য তো একটা বড় খরচে থেকেই যায়।
8/10
বিয়েতে আত্মীয়দের মধ্যে নিমন্ত্রিত হলে, আপনি আপনার সামর্থের মধ্যেই খুব সুন্দর উপহার দিতে পারবেন।
9/10
সব সময় সোনার গয়নাই উপহার দিতে হবে এমন কোনও কথা নেই, আপনি তার থেকে কিছু কম খরচে দৈনন্দিন জীবনের ব্যবহার যোগ্য উপহারও দিতে পারেন।
10/10
সোনার গয়নার থেকে কম বাজেটে আপনি চাইলে, ওয়াশিং মেশিন, ওটিজি, ফ্রিজ, এলইডি টিভি কিনতেই পারেন। বাজেট কম থাকলে শাড়ি, প্রেসারকুকার, গ্যাসের ওভেন, মিক্সি কিংবা হাতঘড়ি দিতেই পারেন।
Published at : 06 Dec 2022 03:23 PM (IST)