Wedding Season: বিয়ের মরসুমে কীভাবে খরচ সামলাবেন ? দেবেন কী উপহার?

Wedding Season Update: বিয়ের মরসুমে একাধিক বিষয়ে নজরে রাখা উচিত। সেটা গিফট দেওয়া থেকে শুরু করে শরীর ফিট রাখা, সবই পড়ছে। চলুন একবার দেখে নেওয়া যাক।

বিয়ের মরসুমে কীভাবে খরচ সামলাবেন ? দেবেন কী উপহার?

1/10
রাজ্যে বিয়ের মরসুম তুঙ্গে। তবে একদিকে যেমন নিমন্ত্রণের ক্ষেত্রে একাধিক বিষয় ভাবতে হয়। তেমনই অন্যদিকেও একই দৃশ্য।
2/10
শাড়ি থেকে পাঞ্জাবি কেনা থেকে খাওয়ানো, সব কিছুই খরচ সাপেক্ষ। অনেকেই বহুদিন ধরেই এর জন্য টাকা জমিয়ে রাখে।
3/10
পাশাপাশি অনেকেই আবার লোন নেয়। তবে সমসাময়িক সব কিছুর সঙ্গেই খাওয়া দাওয়া, সাজসজ্জার খরচ বেড়েই চলেছে।
4/10
তাই যদি সামনেই বিয়ে থাকে, খাওয়া দাওয়া, ভাড়া বাড়ি নিয়ে একটা এস্টিমেট করুন। তবে বাজেট বুঝে বাড়াতে পারেন।
5/10
পাশাপাশি বিয়ে, বউ ভাতেই পুরো খরচটা আটকে থাকে না। তারপরেও রয়ে যায় একাধিক খরচের ইস্যু।
6/10
ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব খুঁটিনাটি খরচই হিসেবের তালিকায় রাখুন। তাহলে নির্দিষ্ট অর্থের মধ্যেই সব কাজ শেষ হবে।
7/10
বিয়ের মরসুমে অপরদিকে, যারা নিমন্ত্রিত তাঁদেরও একটা বড় খরচের বহর থাকে। আত্মীয়দের জন্য তো একটা বড় খরচে থেকেই যায়।
8/10
বিয়েতে আত্মীয়দের মধ্যে নিমন্ত্রিত হলে, আপনি আপনার সামর্থের মধ্যেই খুব সুন্দর উপহার দিতে পারবেন।
9/10
সব সময় সোনার গয়নাই উপহার দিতে হবে এমন কোনও কথা নেই, আপনি তার থেকে কিছু কম খরচে দৈনন্দিন জীবনের ব্যবহার যোগ্য উপহারও দিতে পারেন।
10/10
সোনার গয়নার থেকে কম বাজেটে আপনি চাইলে, ওয়াশিং মেশিন, ওটিজি, ফ্রিজ, এলইডি টিভি কিনতেই পারেন। বাজেট কম থাকলে শাড়ি, প্রেসারকুকার, গ্যাসের ওভেন, মিক্সি কিংবা হাতঘড়ি দিতেই পারেন।
Sponsored Links by Taboola