Heat wave tips: তাপপ্রবাহ বাড়তে পারে আগামী দিনগুলিতে, রইল সুস্থ থাকার ১০ টিপস
তাপপ্রবাহ থেকে বাঁচতে প্রথমেই যতটা সম্ভব রোদে কম বেরোতে হবে। একান্ত দরকার না হলে রোদে না বেরোনোই ভাল।(ছবি সৌজন্য - পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকান্ত দরকারে বাইরে বেরোতে হলে সঙ্গে রাখুন ছাতা, সানস্ক্রিন ও জল। সানস্ক্রিন মেখে তবে বেরোন।(ছবি সৌজন্য - পিটিআই)
তাপপ্রবাহে শরীর ভাল রাখতে নিয়ম করে জল খাওয়া দরকার। জল শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। জল কমে গেলে অঙ্গগুলি ঠিকমতো কাজ করে না।(ছবি সৌজন্য - পিটিআই)
ঘর ঠান্ডা রাখতে জানালার পর্দা নামিয়ে ঘর অন্ধকার করে রাখা ভাল। এতে সরাসরি তাপ ঘরে আসবে না।(ছবি সৌজন্য - পিটিআই)
এছাড়াও, কুলার বা ফ্যান ব্যবহার করা গেলে আরও ভাল হয়। এতে ঘর দ্রুত ঠান্ডা হয়। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ফ্যানে বিশেষ কাজ হয় না।(ছবি সৌজন্য - পিটিআই)
ওরাল রিহাইড্রেশনের প্যাকেট সঙ্গে রাখতে হবে। এটি শরীরে কিছু জরুরি ইলেক্ট্রোলাইটসের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।(ছবি সৌজন্য - পিটিআই)
একটি ভিজে রুমাল বা তোয়ালে ব্যবহার করতে পারেন। এটি গলা ও ঘাড়ের কাছে দিয়ে রাখলে অনেকটা আরাম পাওয়া যায়।(ছবি সৌজন্য - পিটিআই)
হালকা জামাকাপড় গরম থেকে বাঁচার সেরা উপায়। আঁটোসাঁটো জামা একেবারেই পরা যাবে না।(ছবি সৌজন্য - পিটিআই)
বেশি ও আঁটোসাঁটো পোশাক পরলে ডিহাইড্রেশন বাড়ে। বেশি গরম লাগে। এর তাই এই ধরনের পোশাকের বদলে কটনের হালকা কাপড় পরুন।(ছবি সৌজন্য - পিটিআই)
বাচ্চা, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলতে হবে।(ছবি সৌজন্য - পিটিআই। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -