Dehydration: খিটখিটে মেজাজ, শুকিয়ে যাচ্ছে মুখ! ডিহাইড্রেশন নয় তো? কীভাবে সমাধান?

Lifestyle Tips: ডিহাইড্রেশন যাতে আগেভাগেই রোখা যায় তার মানতে হবে সহজ টিপস।

ফাইল ছবি

1/11
হাঁসফাঁস গরমে জেরবার। চৈত্রেই তাপপ্রবাহের সতর্কতা জারি। আর এই পরিস্থিতিতে সবথেকে বেশি যে সমস্যা দেখা যায়, তা হল ডিহাইড্রেশন।
2/11
শরীর থেকে অতিরিক্ত তরল বেরিয়ে যাওয়ার জেরে ডিহাইড্রেশন হয়ে থাকে। প্রয়োজনীয় খনিজ পদার্থ এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতার জেরে শরীরের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়। কীভাবে বুঝবেন ডিহাইড্রেশন হয়েছে কিনা।
3/11
ডিহাইড্রেশনের জেরে তেষ্টা পায় ঘন ঘন। মুখ এবং ঠোঁট শুকিয়ে যায় শরীরে জলের অভাবে।
4/11
ডিহাইড্রেশনের জেরে রক্তের ঘনত্ব এবং কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয় না। যার জেরে ক্লান্ত লাগে।
5/11
মাইগ্রেনের সমস্যা ডিহাইড্রেশন আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। শরীরে পর্যাপ্ত জলের অভাবে মাথা যন্ত্রণার সমস্যা হয়। ইলেক্ট্রোলাইটের অভাবে পেশির ব্যথাও বাড়ে। এমনকী ডিহাইড্রেশনের ফল হতে পারে বিরক্তিও।
6/11
এই ধরনের উপসর্গ দেখা দিক না দিক, সারাবছর তো বটেই বিশেষ করে গরমে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। ডিহাইড্রেশন যাতে আগেভাগেই রোখা যায় তার মানতে হবে সহজ টিপস।
7/11
দিনভর পর্যাপ্ত পরিমাণ পানীয় পান করতে হবে। বিশেষ করে জল। কোনওরকম শারীরিক বাধা না থাকলে সারা দিনে ৮ গ্লাস জল পান করার লক্ষ্যমাত্রা নিতে হবে। মূত্রত্যাগের সময় নজর দিতে হবে তার রঙের দিকে। গাঢ় হলুদ রঙের মূত্র ডিহাইড্রেশেন লক্ষণ।
8/11
সারাদিন তো বটেই শরীরচর্চার আগে, পরে এবং শরীরচর্চা করার সময় জল পান করতে হবে। পাশাপাশি অ্যালকোহল এবং ক্যাফেইন জাতীয় পানীয় পান করা থেকে বিরত থাকতে হবে।
9/11
তবে শুধু জল বা অন্যান্য পানীয় পান করলেই হবে না। নজর দিতে হবে ডায়েট চার্টে। এই সময়ে এমন শাক-সবজি, ফল খেতে হবে যাতে জলের পরিমাণ বেশি রয়েছে।
10/11
কাজের স্বার্থে বা প্রয়োজনে অনেক সময় দিনভর ঘুরতে হয় বাইরে। রোদের মধ্যে কাজের মাঝে নিতে হবে বিরতি। কিছুক্ষণ সময় কাটাতে হবে ছায়ায়। পর্যাপ্ত পরিমাণ পানীয় পান করতে হবে।
11/11
কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola