Travel Care: শীতে ঘুরতে যাবার প্ল্যান ? কী কী খেয়ালে রাখবেন ?
যেখানেই ঘুরতে যান, সবার আগে সেখানে এই মুহূর্তে কী পরিস্থিতি খবর নিয়ে নিন। কোভিড পরিস্থিতি রয়েছে কিনা জেনে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রান্তিক এলাকা হলে বা কোনও ঝামেলা হচ্ছে কিনা ,জেনে ঘুরতে যান। প্রয়োজনে ঘুরতে যাওয়া বাতিল করুন। ঝুঁকি নেবেন না।
ঘুরতে গেলে সবার আগে নোট বুক, টর্চ, একটা দড়ির গোছা, ডেবিট কার্ড থাকলেও কিছু ক্যাশ টাকা সঙ্গে রাখুন।
জ্বর, কাশি, পেটখারাপ, হজম, বমির ওষু চিকিৎসকের পরামর্শ নিয়ে কিনে নিন। অ্যাজমা থাকলে পাহাড়ি জায়গায় যাবার আগে ভেবে নিন।
বিদেশ হলে পাসপোর্টের জেরক্স, পিডিএফ কপিও সঙ্গে রাখুন। বারবার পাসপোর্ট বাইরে বার করবেন না। নিজের সঙ্গে রাখা সব থেকে ভালো হবে।
দূরে কোথাও ঘুরতে গেলে ফোন নাম্বার, মেইল এর ঠিকানা, ব্যাগের ভিতরে লিখে রেখে দিন। ফোনের বিকল্প রাখুন। ফোন নাম্বার খাতায় লিখে রাখুন। ডিজিট্যাল ব্যর্থ হলে কাজে আসবে।
জোর করে ঠেসে অতিরিক্ত কাপড় জামা রাখবেন না। তাতে অনেক সময় ট্রলি খারাপ হয়ে চেট কেটে যেতে পারে।
বাইকে করে গেলে আরও বেশি সতর্ক হতে হবে আপনাকে, যেই রুট দিয়ে যাবেন, সেই রুটে কোথায় কোথায় কী পাওয়া যায়, আপনাকে আগাম খবর রাখতে হবে। ওষুধ, আর কিছু টুলস সঙ্গে নিতে ভুলবেন না।
ট্রলি ব্যাগ সাজানোর সঙ্গে ভিতরে লন্ড্রি ব্যাগে আলাদা আলাদা ভাগ করে নিতে পারেন। তাহলে চট করে খুঁজে পেতে সুবিধা হবে।
ক্যামেরা সঙ্গে থাকলে আলাদা ব্যাগ রাখুন, বারবার মেইন ব্যাগ থেকে টেনে বার করলে দরকারি জিনিস পড়ে যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -