Chhath Puja 2022: সপ্তমীর সূর্যোদয়কালে ছটের ব্রতপালন, মহা সমারোহ ঘাটে ঘাটে, এ পুজোর কী ফল?
পুরাণ মতে, ছট পুজো আসলে ছঠি মাইয়ার পুজো । একে মা ষষ্ঠীর পুজোও বলা হয়। সূর্য দেবের পুজো করা হয় এদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছট মূলত বিহার উত্তরপ্রদেশে পালিত হয়। কিন্তু বাংলাতেও ছট নিয়ে ধুমধাম এখন কম নয় ! ছটের সকালে সূর্যোদয়ের সময় পুজো দিয়ে হল ৪ দিনের উৎসবের সমাপন।
ছট পুজোয় কোনও মূর্তি উপাসনার স্থান নেই। এতে অস্তমিত এবং উদিত সূর্যকে পূজা করা হয়। সপ্তমীর সকালে হল সেই উপাসনাই।
পারিবারিক সুখ-সমৃদ্ধির জন্য এই ব্রত করেন সকলে। বিশ্বাস, এই ব্রত পালনে সূর্যের তেজে নাশ হয় রোগ জীবাণুর। নারী-পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন।
এই পুজোয় উৎসর্গ করা হয় কলা। ৩৬ ঘণ্টার এক কঠোর ব্রত পালন করতে হয়।
সূর্যের মধ্যেই নিহিত প্রাণশক্তির উৎস। তাই সূর্যের উপাসনা হয় এদিন। সূর্য অনেক রোগের বিনাশ করে বলেও এই পুজোর বিশেষ গুরুত্ব।
কথিত আছে, রামচন্দ্র লঙ্কা বিজয় করে ফিরে এসে, অযোধ্যায় পুজো করেন কুলদেবতা সূর্যের। ছট পুজোর সময়ই এই পুজো করা হয় বলে বিশ্বাস।
বিভিন্ন ভাষাভাষী, ধর্ম সম্প্রদায়ের মানুষ এই পুজোয় এখন অংশ নেন। এই পুজো ঘিরে সারা ভারত ঘিরে মহা সমারোহ চলে।
াতীয় পরিবেশ আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে KMDA। সোমবার বিকেল ৪টে পর্যন্ত জারি নিষেধাজ্ঞা। বিভিন্ন গেটে টাঙানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা।
উপবাসভঙ্গ করে পুজার প্রসাদরূপে বাঁশের পাত্রে গুড়, মিষ্টি, ক্ষীর, ঠেকুয়া, নাড়ু এবং আখ, কলা, লেবু প্রভৃতি ফল সকলকে দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -