Chia Seeds: পুজোর অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া? সমস্যার সমাধানে অন্তত ব্রেকফাস্টে রাখুন চিয়া সিডস

পুজোর অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া? সমস্যার সমাধানে অন্তত ব্রেকফাস্টে রাখুন চিয়া সিডস

চিয়া সিডসের উপকারিতা

1/10
চিয়া সিডস, মর্ডান ডায়েটে একটি অন্যতম উপাদান। স্বাস্থ্যকর ব্রেকফাস্টে অনেকেই এটি রাখেন ইদানিং। ওজন কমানোর পাশাপাশি আরও অনেক সমস্যার সমাধানে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেহে অদ্রবণীয় ফাইবার সরবরাহ করে ।
2/10
চিয়া সিডস-এ রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে।
3/10
চিয়া সিডস-এ থাকা ওমেগা-৩ হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে
4/10
বিশেষজ্ঞদের মতে মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি উচ্চমাত্রার প্রোটিন রয়েছে চিয়া সিডে, যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী।
5/10
দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম মেলে চিয়া সিডস থেকে। যা হাড়ের স্বাস্থ্য রক্ষা এবং মজবুত করে তুলতে সহায়ক।
6/10
কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, চিয়া সিডস-এ স্যালমন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে।
7/10
চিয়া সিডস ব্লাড সুগার নিয়ন্ত্রণে খবুই উপকারী। এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কমায়
8/10
এ ছাড়াও চিয়া সিডস শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে,গ্যাসের সমস্যা কমানোর পাশাপাশি ভাল ঘুমেও সাহায্য করে।
9/10
এটি ত্বক, চুল ও নখের স্বাস্থ্যর জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
10/10
অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ডিজঅর্ডার দূর করতে সাহায্য করে চিয়া সিডস
Sponsored Links by Taboola