Clove In Summer : গরমে প্রাণ ওষ্ঠাগত? নানা সমস্যায় জেরবার ? মুশকিল আসান করবে লবঙ্গ !
উত্তাপ বেশি হলে প্রথমেই পরিপাকতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটে। লবঙ্গের জল হজম প্রক্রিয়ায় সাহায্য করে। এটি প্রতিদিন খালি পেটে খেলে খুব উপকার পাওয়া যায়।
Clove In Summer : গরমে প্রাণ ওষ্ঠাগত? নানা সমস্যায় জেরবার ? মুশকিল আসান করবে লবঙ্গ !
1/10
গরম থেকে রক্ষা করতে লবঙ্গ খুবই উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা । লবঙ্গ দিয়ে তৈরি 'লবঙ্গ জল' গরমে ওষুধের চেয়ে কম নয়। দারুণ উপকার দেয় এই ড্রিঙ্ক।
2/10
উত্তাপ বেশি হলে প্রথমেই পরিপাকতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটে। লবঙ্গের জল হজম প্রক্রিয়ায় সাহায্য করে। এটি প্রতিদিন খালি পেটে খেলে খুব উপকার পাওয়া যায়।
3/10
ত্বকের জন্যও লবঙ্গ ভেজানো জল খুবই উপকারী। গরমে প্রায়ই রোদে ত্বক জ্বলে যায়, ট্যান পড়ে। ট্যান দূর করতে লবঙ্গের জল দারুণ উপকারী।
4/10
অ্যান্টি-এজিং, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ফাঙ্গাল গুণে ভরপুর লবঙ্গ। যাঁরা ত্বকে নানারকম ব়্যাশের সমস্যায় ভোগেন, তাঁরা লবঙ্গের জল ব্যবহার করলে উপকার পাবেন।
5/10
মুখের আলসারের সমস্যায় ভোগেন যাঁরা, তাঁরাও ব্যবহার করে দেখতে পারেন এই টোটকা। এই সমস্যা নিরাময়ে লবঙ্গ খুবই উপকারী। লবঙ্গ তেল লাগালে বা মালিশ করলে অনেক উপকার পাওয়া যায়। লবঙ্গ চিবিয়ে খেলেও আরাম পাওয়া যায়।
6/10
তবে লবঙ্গ খাওয়ার আগে কয়েকটি বিষয়ে নজর রাখা দরকার। লবঙ্গ তেল রক্ত পাতলা করতে কাজ করে। অতএব, কেউ যদি হিমোফিলিয়ার রোগী হন, যাঁর রক্ত ইতিমধ্যে পাতলা, তাহলে তার লবঙ্গ খাওয়া এড়িয়ে চলা উচিত।
7/10
লবঙ্গ খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। তাই যারা ডায়াবেটিক, যাঁরা রোজ সুগার কমানোর ওষুধ খাচ্ছেন, তাঁরা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই লবঙ্গ খান।
8/10
খালি পেটে রোজ লবঙ্গ খেলে মাইগ্রেনের সমস্যা কমে। যাঁরা রোজ মাথা ব্যথার সমস্যায় ভোগেন, তাঁরা মাঝেমধ্য়ে লবঙ্গ চিবোতে পারেন। এছাড়াও লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
9/10
সর্দি, জ্বর, কাশিতে ভুগছেন ? তাহলে লবঙ্গ খেতে পারেন। অনেকটা উপকার পাবেন।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 24 Apr 2023 12:14 PM (IST)