Lifestyle: আদার এত গুণ!

Health Benefits Of Ginger:বাঙালি রান্নাঘরে অত্যন্ত চেনা উপকরণ এটি। শুকনো বা গুঁড়ো, রান্নায় নানা ভাবেই এটি ব্যবহার করা হয়। পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখতেও আদার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

আদার এত গুণ!

1/8
বাঙালি রান্নাঘরে অত্যন্ত চেনা উপকরণ এটি। শুকনো বা গুঁড়ো, রান্নায় নানা ভাবেই এটি ব্যবহার করা হয়।
2/8
তবে শুধু রান্নার স্বাদবর্ধক হিসেবে নয়, সুস্বাস্থ্য বজায় রাখতেও আদার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
3/8
যেমন বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, অস্টিওআর্থারাইটিসের সমস্যা কমাতে আদা দারুণ কাজে দেয়।
4/8
ঋতুকালীন ব্যথাতেও এটি দারুণ উপকারী। ঋতুস্রাব শুরু হতেই আদা খেলে ব্যথা কম হয়, বলছে বেশ কয়েকটি গবেষণা।
5/8
রক্তে শর্করার মাত্রা কমাতেও আদার জরুরি ভূমিকা রয়েছে। টাইপ-২ ডায়াবিটিসের সঙ্গে হার্টের যে সমস্যাগুলি আসে, সে সব নিয়ন্ত্রণেও কার্যকরী আদা।
6/8
ওজন ঝরাতে চান? গবেষণায় দেখা গিয়েছে, ওয়েস্ট-হিপ রেশিও নিয়ন্ত্রণে এর জরুরি ভূমিকা রয়েছে।
7/8
ক্যানসার ঠেকাতেও এর অবদান রয়েছে। পাশাপাশি, ব্যাকটিরিয়া ও ভাইরাসের সঙ্গে লড়াই করতেও সাহায্য করে আদা।
8/8
তাই রান্নার উপকরণ ছাড়াও এটিকে অন্য গুরুত্বগুলি ভেবে দেখা দরকার, মনে করেন বিশেষজ্ঞরা।
Sponsored Links by Taboola