Coffee: শুধু পানের জন্যই নয়, কফি অতীতে হাত ধোয়ার জন্যও ব্যবহার হত

Uses Of Coffee : জানলে অবাক হতে হয়, আজ আমরা যে কফি পান করি, একটা সময় সেই কফিরই অন্য এককাজে ব্যবহার করা হত।

শুধু পানের জন্যই নয়, কফি অতীতে হাত ধোয়ার জন্যও ব্যবহার হত

1/10
জানলে অবাক হতে হয়, আজ আমরা যে কফি পান করি, একটা সময় সেই কফিরই অন্য এককাজে ব্যবহার করা হত।
2/10
ইতিহাসের দিকে ফিরে তাঁকালে জানা যায়, কফি অতীতে শুধুই খাওয়ার জন্যই ব্যবহার করা হতো না। হাত ধোয়ার কাজে ব্যবহার করা হত।
3/10
গবেষণায় এই তথ্য উঠে এসেছে। A Rich and Tantalizing Brew: A History of How Coffee Connected the World বইটিতে এনিয়ে বিস্তারিত রয়েছে, অতীতে হাত ধোয়ার কাজে কফি ব্যবহার করা হত।
4/10
বই তথা গবেষণায় জানা গিয়েছে, একটাসময় শুধুই হাত ধোয়াতেই থেমে থাকেনি কফি। আরও এগিয়ে গিয়েছে একধাপ। ব্যবহার করা হয়েছে চিকিৎসা শাস্ত্রেও।
5/10
গবেষণা বলছে, ঘামের দুর্ঘন্ধ দূর করতে একটা সময় কফি ব্যবহার করা হত।
6/10
পাশাপাশি ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করতেও ব্যবহার করা হয় এই কফি।
7/10
বাজারে কফির স্বাদযুক্ত ক্রিম, ফেসওয়াশ এবং লোশন পাওয়া গিয়েছে।
8/10
১৫ শতকের পর কফি পানীয় হিসেবে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। সেসময় কফি ভেজে নিয়ে তারপর তা পানের উপযোগী করে তোলা হত।
9/10
বর্তমানে কফির ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। কফি যে বহুমুখী গুণ সম্পন্ন তা মানতেই হবে।
10/10
তবে অধিক কফি পানেও সমস্যা রয়েছে, তাই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই এগোনো উচিত।
Sponsored Links by Taboola