Cooler Care: কুলার থেকে দুর্গন্ধ বের হচ্ছে ? রইল ঘরোয়া পদ্ধতিতে মুশকিল আসান
Cooler Care: কুলার থেকে দুর্গন্ধ বের হচ্ছে ? ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এর থেকে মুক্তি পাবেন ? দেখুন একনজরে
কুলার থেকে দুর্গন্ধ বের হচ্ছে ? রইল ঘরোয়া পদ্ধতিতে মুশকিল আসান
1/10
তীব্র তারপ্রবাহে এখন ঘরে ঘরে শীততাপ যন্ত্রের ছড়াছাড়ি। তবে অনেকেই বিদ্যুতের বিল বাঁচাতে কুলারের ব্যবহার করেন।
2/10
কুলার ব্যবহারেও গরম থেকে কিছুটা মুক্তি মেলে। তবে অনেক সময়ই কুলার থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে।
3/10
আসলে কুলারে ব্যবহৃত জলই যত দুর্গন্ধের মূলে রয়েছে।
4/10
ওই জলে যখন ব্যাকটেরিয়া জন্মায় এবং পচন ধরে তখনই সমস্যা তৈরি হয়।
5/10
কিন্তু কুলারের এই দুর্গন্ধ থেকেও মুক্তি পাওয়া সম্ভব।
6/10
প্রথমত দ্রুত ব্যবধানে কুলারের ভিতরের জমা জল পরিষ্কার করুন। মুছে শুকিয়ে নিন। ফের নতুন জল ঢালুন।
7/10
এখানেই শেষ নয়, কুলারের ভিতরে উপস্থিত ইনসুলেটর দেওয়া হয়, সেই পদার্থেও অনেকসময় ব্যকটেরিয়ার জন্ম নেয়। যা থেকে সমস্যা তৈরি হয়।
8/10
এর জন্য ওই ইনসুলেটরের ট্রে খুলে রোদে ভাল করে শুকিয়ে নিন।
9/10
প্রয়োজনে কুলারের ঠান্ডা জলে কোনও প্রাকৃতিক সুগন্ধি ছড়িয়েও দিতে পারেন।
10/10
যদি এসব কিছু না থাকে, আপনি ডিটারজেন্ট পাউডারও যোগ করতে পারেন। তাতেও সমস্যা থেকে রেহাই মিলবে।
Published at : 20 May 2024 05:18 PM (IST)