Cooler Care: কুলার থেকে দুর্গন্ধ বের হচ্ছে ? রইল ঘরোয়া পদ্ধতিতে মুশকিল আসান
তীব্র তারপ্রবাহে এখন ঘরে ঘরে শীততাপ যন্ত্রের ছড়াছাড়ি। তবে অনেকেই বিদ্যুতের বিল বাঁচাতে কুলারের ব্যবহার করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুলার ব্যবহারেও গরম থেকে কিছুটা মুক্তি মেলে। তবে অনেক সময়ই কুলার থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে।
আসলে কুলারে ব্যবহৃত জলই যত দুর্গন্ধের মূলে রয়েছে।
ওই জলে যখন ব্যাকটেরিয়া জন্মায় এবং পচন ধরে তখনই সমস্যা তৈরি হয়।
কিন্তু কুলারের এই দুর্গন্ধ থেকেও মুক্তি পাওয়া সম্ভব।
প্রথমত দ্রুত ব্যবধানে কুলারের ভিতরের জমা জল পরিষ্কার করুন। মুছে শুকিয়ে নিন। ফের নতুন জল ঢালুন।
এখানেই শেষ নয়, কুলারের ভিতরে উপস্থিত ইনসুলেটর দেওয়া হয়, সেই পদার্থেও অনেকসময় ব্যকটেরিয়ার জন্ম নেয়। যা থেকে সমস্যা তৈরি হয়।
এর জন্য ওই ইনসুলেটরের ট্রে খুলে রোদে ভাল করে শুকিয়ে নিন।
প্রয়োজনে কুলারের ঠান্ডা জলে কোনও প্রাকৃতিক সুগন্ধি ছড়িয়েও দিতে পারেন।
যদি এসব কিছু না থাকে, আপনি ডিটারজেন্ট পাউডারও যোগ করতে পারেন। তাতেও সমস্যা থেকে রেহাই মিলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -