Gautama Buddha Quotes: ব্যর্থতা ভুলে সফল হবেন কঠিন কাজেও, গৌতম বুদ্ধের এই উপদেশই চাবিকাঠি
বারবার ব্যর্থ হলে নিজের উপর থেকে যেন বিশ্বাস কমে আসে। গৌতম বুদ্ধের কয়েকটি মহামূল্য উপদেশ সেই বিশ্বাস ফিরিয়ে আনবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্ত পিটকের ধম্মপদে এই উপদেশাবলী সংকলিত হয়েছে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
গৌতম বুদ্ধের উপদেশ — সৎপুরুষেরা সমস্ত আসক্তি বর্জন করে চলেন।(ছবি ঋণ - পিক্স্যাবে)
যা করে অনুতাপ করতে হয় না, যে কাজের ফল সানন্দে ভোগ করা যায়, সেরকম কাজই করা ভাল।(ছবি ঋণ - পিক্স্যাবে)
যে কাজ করে অনুতাপ করতে হয়, কাঁদতে হয় যার জেরে, সেরকম কাজ না করাই ভাল।(ছবি ঋণ - পিক্স্যাবে)
যতদিন পাপ পরিনতি না পায়, ততদিন মূর্খ সেই কাজকে মধুময় মনে করে। পরিনতির পর তাঁকে দুঃখ ভোগ করতে হয়।(ছবি ঋণ - পিক্স্যাবে)
নির্বোধ ভিক্ষু যে সম্মান পাওয়ার নয়, সেটি পেতে চায়,ভিক্ষুদের মধ্যে প্রাধান্য, বিহারে আধিপত্য ও গৃহীদের পুজো পেতে চায়।(ছবি ঋণ - পিক্স্যাবে)
উপরের উল্লিখিত বাণীটি ভিক্ষুদের উদ্দেশ্যে বলা হলেও সাধারণ মানুষের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য।(ছবি ঋণ - পিক্স্যাবে)
কঠিন পর্বত যেমন বায়ুর ধাক্কায় কাঁপে না, তেমনই পন্ডিত ব্যক্তিরা প্রশংসা নিন্দায় বিচলিত হন না।(ছবি ঋণ - পিক্স্যাবে)
সারথি যেভাবে অশ্বকে সংযত করেন, সেভাবে নিজের অভিমান, ইন্দ্রিয় যারা শান্ত করতে পারেন, তাদের সংসর্গ দেবতারাও পেতে চান।(ছবি ঋণ - পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -