Coronavirus : ফিরল করোনা, ১ দিনে দেশে ৫মৃত্যু, সতর্ক করল WHO-ও
ফের ফিরল করোনা। কতটা ভয়ঙ্করতা নিয়ে ? কতটাই বা সংক্রামক এই সাব ভ্যারিয়েন্ট। সেই উত্তর দেবে সময়। তবে রবিবারই সারা দেশে ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা যাচ্ছে, এবার করোনার এক নতুন সাব ভ্যারিয়েন্টেরসন্ধান মিলেছে। কোভিডের জেএন.১। কেরলেই এর সন্ধান মিলেছে। তবে এখনই এ নিয়ে আতঙ্কিত হতে বারণ করছে কেন্দ্র। তবে সতর্ক থাকতে অনুরোধ সবাইকেই।
শুধু ভারতের দু-এক রাজ্যে নয়, বিভিন্ন দেশেই ফের দেখা যাচ্ছে কোভিডের সংক্রমণ। তাই এনিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বড়দিন মানেই বহু মানুষের জমায়েত। তাই এসব জায়গা থেকে সংক্রমণ ছড়ায় বেশি। ভারতের ওমিক্রন সংক্রমণের সময়টা কেউ ভুলে যাননি নিশ্চয়ই।
রবিবার ভারতে যে করোনা আক্রান্তদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজনই কেরলের । আর এক কোভিড আক্রান্ত ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা।
দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন গত ২৪ ঘণ্টার মধ্যে। বর্তমান পরিসংখ্যান বলছে, সারা দেশে করোনা রোগীর সংখ্যা ১,৭০১ জন।
ভারতে করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্টের অস্তিত্ব একজনের শরীরেই মিলেছে। তবে এই সাব ভ্যারিয়েন্ট কতটা শক্তিশালী তা এখনও জানা যায়নি।
প্রতিবেশী দেশ চিনে জেএন.১ কপালে ভাঁজ ফেলেছে ডাক্তারদের। সাত জনের শরীরে মিলেছে এই সাব-ভ্যারিয়েন্ট। তবে ভারতে কেরলে একজনের শরীরেই মিলেছে এর হদিশ।
প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি সিঙ্গাপুরে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ। এই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে।
করোনা আক্রান্তের বাড়বাড়ন্তের পরে, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক জনাকীর্ণ জায়গায়, বিশেষত বাড়ির ভিতরে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। যাত্রীদের বিমানবন্দরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -