Coronavirus : মৃতদেহ থেকেও করোনা সংক্রম ণ? আতঙ্কের দিন ফেরাবে জম্বি ইনফেকশন ?
চিন, জাপান-সহ বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছে করোনার নতুন সাব ভ্য়ারিয়েন্ট। জাপানের একদল গবেষকের দাবি, এই ভাইরাস মৃতদেহ থেকেও ছড়াতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনমুনা পরীক্ষাতেও দেখা গেছে, মৃতদেহে এই ভাইরাস অনেকদিন সক্রিয় থাকে। যদিও, গবেষকদের একাংশের দাবি, এনিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
মারাত্মক বিষয় হল - করোনার এই নতুন উপপ্রজাতি শুধু ট্রেনে, বাসে বা ভিড় জায়গায়, একজনের থেকে আরেকজনের শরীরে ছড়াচ্ছে এমনটা নয়।
ভাইরাস না কি ছড়াচ্ছে মৃতদেহ থেকেও! মৃতদেহের মধ্য়েও বহাল তবিয়তে বাসা বেঁধে থাকতে পারে করোনার এই নতুন সাব ভ্য়ারিয়েন্ট BF.7।
জাপানের বিজ্ঞানীরা ১৩ দিন আগে মৃত্য়ু হয়েছে... এমন ১১জনের ফুসফুস এবং নাক থেকে নেওয়া নমুনা তাঁরা পরীক্ষা করেন।
তার মধ্য়ে ৬টি ক্ষেত্রেই দেখা যায়, করোনা ভাইরাস সক্রিয় ছিল। এবং জীবিত মানুষের শরীরে থাকা ভাইরাসের মতোই সক্রিয় ছিল।
অর্থাৎ জাপানের এই গবেষকদের দাবি অনুযায়ী, দু-এক দিন নয়, মৃত্য়ুর ১৩ দিন পর অবধি মৃতদেহের মধ্যে, এই ভাইরাস সক্রিয় অবস্থায় বাসা বেঁধে থাকতে পারে!
সেই কারণে এই সাব ভ্য়ারিয়েন্টের সংক্রমণকে গবেষকরা বলছেন, জম্বি ইনফেকশন!
'কোভিডের সময় মৃতের শরীর থেকে টেস্ট করেছিলাম। অ্য়াকটিভ এসেছিল। সতর্কতা রাখা দরকার।' বললেন ডা. সৌগত ঘোষ
এই নতুন তথ্য় বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে! কারণ, মৃতদেহ থেকে চিকিৎসক, চিকিৎসাকর্মী কিংবা পরিজনদের মধ্য়ে সংক্রমণ ছড়াতে শুরু করলে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া সময়ের অপেক্ষা!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -