Hair Mask: এক উপাদানে মিটবে অনেক সমস্যা, হেয়ার মাস্কে রাখুন দই
চুলের যত্নে মাস্ক থেকে প্যাক ব্যবহার করার একাধিক গুণ রয়েছে। তবে বাজার থেকে কেনা জিনিসের পরিবর্তে এই মাস্ক ব্যবহার করা যেতে পারে বাড়িতেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক উপাদানের চুলের হাজার সমস্যা দূর করা সম্ভব। বিশেষ করে দই দিয়ে তৈরি একাধিক প্যাক ব্যবহারে উপকার মিলতে পারে।
দইয়ের মধ্যে অ্যালোভেরা জেল মেশাতে হবে। এরপর তা চুলে মেখে রাখতে আধ ঘণ্টা থেকে ৪০ মিনিট। যা স্ক্যাল্প সহ চুলের সমস্যা দূর করে ।
নিয়ম মেনে এই মাস্ক মাখলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুলও গজায়।
একটা বাটির মধ্যে মধু, অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিতে হবে। এরপর তাতে মেশাতে হবে দই। ১০ মিনিট মেখে শ্যাম্পু করে ফেলতে হবে। এতে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা স্ক্যাল্প ভাল রাখে এবং খুসকি দূর করে।
এই মাস্ক চুল মসৃণ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের অকাল পক্কতা রোধ করে।
মিশ্রণটি চুলে লাগিয়ে একটা কাঠের চিরুনি দিয়ে সারা মাথায় ছড়িয়ে দিতে হবে।
কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -