Destination Wedding: ১০ লক্ষ টাকার মধ্যে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ চান? দেখে নিন
শীতকাল মানেই ভারতে বিয়ের মরসুম। অগ্রহায়ণের শুরু থেকেই বিয়ে শুরু হয়ে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ে নিয়ে বেশিরভাগ মানুষেরই অনেক স্বপ্ন থাকে। জীবনের এই বিশেষ দিনটিকে সবাই স্মরণীয় করে রাখতে চান।
ভারতে বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। অনেকের সারাজীবনের সঞ্চয় বিয়েতে খরচ হয়ে যায়।
বিয়েতে খরচ করার জন্য অনেকেই টাকা জমান। একটু পরিকল্পনা করলে বাজেট অনুযায়ী ভালভাবে বিয়ের অনুষ্ঠান সেরে নেওয়া যায়।
এখন অনেকেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর দিকে ঝুঁকছেন। তার জন্য বিশেষ পরিকল্পনা এবং বাজেট জরুরি। দেশে এমন কয়েকটি জায়গা আছে, যেখানে ১০ লক্ষ টাকার মধ্যেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’ সেরে নেওয়া যায়। ছবি সৌজন্যে Freepick
রাজস্থানের উদয়পুরের ভৈরবগড় রিসর্টে বিয়ের খরচ ৯.৭০ লক্ষ টাকা। এই টাকায় ১০০ জন অতিথিকে নিয়ে দু’দিন থাকা-খাওয়া যাবে। ছবি সৌজন্যে vachanamrut_holidays
রাজস্থানের জয়পুরের উমেদ হাভেলিতে বিয়ের অনুষ্ঠানের খরচ ৯.৭৫ লক্ষ টাকা। দু’দিনের জন্য এই টাকা খরচ করতে হবে। ছবি সৌজন্যে clickbynafees
গোয়ার প্রাইড সান ভিলেজ রিসর্টেও সাধ্যের মধ্যে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ সেরে ফেলা যায়। এখানে ১০০জন অতিথিকে নিয়ে থাকা-খাওয়ার খরচ সাড়ে আট লক্ষ টাকা। ছবি সৌজন্যে goaandyou
রাজস্থানের যোধপুরের মরুগড় রিসর্টও ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর জন্য জনপ্রিয়। এখানে ১০০ জন অতিথিকে নিয়ে থাকা-খাওয়ার খরচ ৯.১০ লক্ষ টাকা। ছবি সৌজন্য়ে marugarh
- - - - - - - - - Advertisement - - - - - - - - -