Diabetes: আপনার সন্তার বারবার জল খেতে চাইছে? বা ওজন কমছে অস্বাভাবিক? সাবধান হন
ছোটদেরও ডায়াবেটিস! শুনতে অবাক লাগলেও এই সমস্যা নতুন নয়। দেশে একটা বড় অংশের শিশুরা টাইপ-১ আক্রান্ত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটাইপ ওয়ান ডায়াবেটিসে সব ক্ষেত্রেই বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করতে হয় শিশুর শরীরে।
শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব ঘোষ বলছেন, 'শিশুদের মধ্যে মোস্ট কমন এন্ড্রোক্রাইম ডিজিস'
অতিরিক্ত ওজন হ্রাস, খাওয়ার পরেও সঠিক ওজন না হওয়া।
বার বার মূত্রত্যাগ, অতিরিক্ত খিদে, তৃষ্ণা বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
পাশাপাশি খিটখিটে হয়ে যাওয়া। ইত্যাদির মতো সমস্যাও দেখা দিতে পারে।
ডাঃ অপূর্ব ঘোষের কথায়, উপসর্গগুলো খুব সাধারণ হওয়ার কারণে চিকিৎসক বা অভিভাবকরা কেউ বুঝতেই পারেন না শিশুটি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।
সদ্যোজাতরাই সাধারণত আক্রান্ত হয় টাইপ ১-এ। এটি মূলত জেনেটিক কারণেই হয়ে থাকে।
দুই ধরনের ডায়াবিটিসের ক্ষেত্রে সমাধান আলাদা। টাইপ ওয়ান ডায়াবিটিস আলাদা করে আটকানোর কোনও উপায় নেই। টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসায় কেবল ইনসুলিনই ভরসা। সময়মতো চিকিৎসা, ঠিকমতো ইনসুলিন প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -