Diabetes Symptoms: ত্বকে কালো ছোপ থেকে রুক্ষ ভাব! রক্তে উচ্চ শর্করার আশঙ্কা
প্রতিদিনের জীবনে ডায়বেটিস রোগ অত্যন্ত সমস্যা তৈরি করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজকাল অনেকেই অল্প বয়স থেকেই ডায়বেটিসে আক্রান্ত হন।
এই ডায়বেটিস শরীরে বিভিন্ন অঙ্গকেও নষ্ট করে দেয়। যার ব্যাপক প্রভাব পড়ে।
এমনকী ডায়বেটিসের ফলে ত্বকেরও পরিবর্তন হয়। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে সেই সমস্যা দূর করা সম্ভব।
কোনও ব্যক্তির ডায়বেটিস হলে ডিহাইড্রেশন হয়। যার ফলে ত্বক রুক্ষ হয়।
এই ধরনের উপসর্গকে প্রাক- ডায়বেটিস উপসর্গ বলা হয়।
ত্বকে কালো ভাব- ডায়বেটিসের ফলে ত্বকে কালো ছোপ তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, এই পর্যায় বোঝা যায় রক্তে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
লাল, হলুদ ছোপ- ত্বকের বিভিন্ন অংশে ব্যথা সহ ত্বকে দাগ লক্ষ্য করা যায়। যার ফলে বাড়তে থাকে ব্রণরও সমস্যাও। এই ধরনের সমস্যা দেখা গেলে রক্তে শর্করার পরিমাণ দেখতে হবে।
ঘা সারতে দেরি- অনেকদিন আগে ঘা হয়েছিল। কিন্তু তা কিছুতেই শুকাচ্ছে না। দেরি না করে চিকিৎসকের পরমার্শ নেওয়া উচিত। কারণ, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি হলে এই প্রবণতা লক্ষ্য করা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -