heart attack & Acidity :গ্যাসের যন্ত্রণা আর হার্ট অ্যাটাকের আগে বুকে কষ্টের মধ্যে তফাৎ বুঝবেন কীভাবে?

ও কিছুনা, অ্যাসিডিটি ! শরীরের সব অসুখকে গ্যাস-অম্বল বলে চালিয়ে দেওয়ার প্রবণতা অনেকেরই। আর গ্যাসের বড়িকে অনেকেই সর্ব রোগের উপশমকারী ভেবে থাকেন।

heart attack & Acidity :গ্যাসের যন্ত্রণা আর হার্ট অ্যাটাকের আগে বুকে কষ্টের মধ্যে তফাৎ বুঝবেন কীভাবে?

1/10
এখন মাঝ কুড়িতেই ধরা পড়ছে হার্টের নানারকম সমস্যা। যা নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হতে হবে কম বয়স থেকেই। হার্ট সুস্থ রাখার যেমন কিছু নিয়মকানুন আছে, তেমনই হার্ট অ্যাটাকের লক্ষণগুলিও চিনে রাখা প্রয়োজন।
2/10
ও কিছুনা, অ্যাসিডিটি ! শরীরের সব অসুখকে গ্যাস-অম্বল বলে চালিয়ে দেওয়ার প্রবণতা অনেকেরই। আর গ্যাসের বড়িকে অনেকেই সর্ব রোগের উপশমকারী ভেবে থাকেন। কিন্তু হার্ট অ্যাটাকের বুকে ব্যথা আর গ্যাসের ব্যথা এক নয় !
3/10
হার্ট অ্যাটাকের ব্যথা হয় বুকের ঠিক মাঝখানে।  বুকের বাঁদিকেও মোচড় দিয়ে ব্যথা হতে পারে । ব্যথার ধরন খুবই তীক্ষ্ণ ।
4/10
পেটের উপরে, বুকের ঠিক নিচেও অনেক সময় হার্ট অ্যাটাকের ব্যথা হয়। এতে রোগীদের মনে হয়, পেটের গ্যাস অম্বলের ব্যথা। ছে। হাঁসফাঁস অবস্থা। এই ব্যথা যে গ্যাস অম্বলের ব্যথা নয়, তাএকমাত্র ডাক্তাররাই বলতে পারেন।
5/10
অনেক সময় শরীরের অন্যান্য অঙ্গও হার্টের সমস্যার জন্য ব্যথা হতে পারে। যেমন, ঘাড়, মাড়ি, ঊর্ধ্ববাহু। এই ব্যথা কিন্তু কখনওই গ্যাস থেকে হবে না।
6/10
অ্যাসিডিটির ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমছে না ? তাহলে নিশ্চয়ই আপনার অস্বস্তির কারণ হার্ট, গ্যাস নয়।
7/10
গ্যাস জমে পেটে ব্যথা, বমি হয়। হার্টের সমস্যায় তীক্ষ্ণ ব্যথা হবে বুকের মাঝ থেকে। কুলকুল করে ঘাম হবে।
8/10
হার্ট অ্যাটাকের যে শুধু এই লক্ষণই দেখা যাবে, তা নয়। যাঁরা ডায়াবটিক, তাঁরা অনেক সময় হার্ট অ্যাটাকের পূর্বে কোনও অ্যালার্ম বুঝতে পারেন না।
9/10
পাল্সটা খুব দ্রুত চলছে, শ্বাসকষ্ট ? হজমের সমস্যা থেকে এই কষ্ট হয় না। হার্টের গোলমাল হওয়ার চান্সই বেশি।
10/10
বছরে একবার ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ট্রপটি-টি করে দেখুন ব্যথা কমে কি না।
Sponsored Links by Taboola