Alimony: বিবাহবিচ্ছেদের পর স্ত্রীকে কি ভরণপোষণ দিতে হবে ? স্বামীর আয় কম হলে কী হবে ?
ভারতে বিবাহবিচ্ছেদ ছাড়া পুনরায় বিয়ে করাকে অপরাধ হিসেবেই মেনে নেওয়া হয়। এর জন্য হতে পারে দীর্ঘ সময়ের জন্য জেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এই ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের সঙ্গে জড়িয়ে থাকে আর্থিক ইস্যুও। সেটা স্বামী এবং স্ত্রী উভয়পক্ষেই বর্তাতে পারে।
অর্থাৎ দুইজনের মধ্যে একজন যিনি আয় করেন না, তিনি আদালতে ভাতার জন্য আবেদন করতে পারেন। এমন উদাহরণ ,স্বামীরও ক্ষেত্রেও রয়েছে।
অপরদিকে একইভাবে স্ত্রীর উপার্জন না থাকলে তিনিও আদালতে ভাতার জন্য আবেদন করতে পারেন।
এক্ষেত্রে কর্মরত স্বামী বা কর্মরতা স্ত্রীকে সেই ভরণপোষণের দায়িত্ব নিতে হয়। বা খোরপোশ দিতে হয়।
২৫ নং ধারার অধীনে স্ত্রীর ভরণপোষণের জন্য স্বামী কর্তৃক প্রদত্ত ভাতাকে স্থায়ী ভাতা বলা হয়।
তবে বিবাহবিচ্ছেদের পর যদি স্বামী কিংবা স্ত্রী পুনরায় বিয়ে করেন, সেক্ষেত্রেও নিয়ম খুব একটা বদলায় কি ?
এনিয়ে আপনি বিস্তারিত আলোচনা আপনার নিকটবর্তী আইনজীবী বা বিশেষজ্ঞের সঙ্গে সেরে নিতে পারেন।
একজন স্ত্রী যদি কর্মরতা হয়, এবং সে নিজের আয়ের উপরে নিজেকে রক্ষণাবেক্ষণে সক্ষম হয়, সেক্ষেত্রে সে ভরণপোষণের অনুরোধ জানাতে পারে না।
একই ভাবে এখানে বিবাহ বিচ্ছেদের পর, স্বামী বেকার থাকলে,কর্মরতা স্ত্রীর থেকে ভাতা দাবি জানাতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -