ODI World Cup: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই ভেঙেছে ২২ গজের যেই রেকর্ডগুলো
ভারতের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ৬ উইকেট ম্যাচ জিতে নেয় অজিরা। এই নিয়ে ষষ্ঠবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ব্যাগি গ্রিনরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত- অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের পরই বেশ কিছু রেকর্ড ভেঙে গিয়েছে।
ওয়ান ডে বিশ্বকাপে ৬ নম্বর বারের জন্য জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের কাছাকাছি রয়েছে শুধু ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুটো দলই এখনও পর্যন্ত দু বার করে বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছে।
চতুর্থ প্লেয়ার হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হলেন ট্রাভিস হেড। মহিন্দর অমরনাথ, অরবিন্দ ডি সিলভা ও শেন ওয়ার্ন এই নজির গড়েছেন।
বিশ্বের তৃতীয় দল হিসেবে ওয়ান ডে বিশ্বকাপে একমাত্র ফাইনালে হারল ভারত। এর আগে ২০১৫ সালে নিউজিল্যান্ড ও ১৯৭৯ সালে ইংল্য়ান্ড গোটা টুর্নামেন্টে কোনও ম্যাচ না জিতে ফাইনালে হারতে হয়।
বিরাট কোহলি নজির গড়েছেন এই টুর্নামেন্টে। বিশ্বকাপের কোনও এক মরসুমে সর্বাধিক ৭৬৫ রান হাঁকালেন কিং কোহলি।
এক মরসুমে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে রেকর্ড গড়লেন মহম্মদ শামি
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রান বোর্ডে তুলতে পারে ভারতীয় দল।
জবাবে রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারালেও ৪৩ ওভারেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -