Diet Tips: পেটের সমস্যার দোসর ত্বকের রোগ, দইয়ের সঙ্গে ভুলেও খাবেন না এইসব খাবার…

Health Tips: সব কিছু পাশাপাশি খাপ খায় না ডায়েটের ক্ষেত্রেও একথা প্রযোজন্য। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
গরমে দই না হলে চলে না আমাদের। ভাতের সঙ্গে দই খান কেউ, কেউ আবার রায়তা বানিয়ে খান।
2/10
কিন্তু কিছু খাবারকে দইয়ের সঙ্গে না মেশানোই ভাল। এতে শরীরের ক্ষতি হয়।
3/10
রায়তায় পেঁয়াজ না হলে চলে না। কিন্তু দই যেমন শরীর ঠান্ডা করে, পেঁয়াজ তাপমাত্রা বাড়িয়ে তোলে। ঠান্ডা-গরম একসঙ্গে খেলে হজমের সমস্যা হয়, পেট ফুলে যায়, পেটে ব্যথাও হয়।
4/10
বাজারে হু হু করে ম্যাঙ্গো লসসি বিকোলেও, দইয়ের সঙ্গে আম খাওয়া উচিত নয়। এতে শরীরের pH-এর ভারসাম্য থাকে না। এগজিমার ত্বকের রোগ হতে পারে। শরীরে বিষ দানা বাঁধে।
5/10
মাছ কখনওই দইয়ের সঙ্গে খাবেন না। একসঙ্গে প্রোটিনের দুই উপাদান পেটে যাওয়া ঠিক নয়। এতে বদহজম হতে পারে, পেটের রোগ হতে পারে ঘন ঘন।
6/10
অধিকাংশ ফলেই ফ্রুকটোজ রয়েছে। তাই দই ও ফল একসঙ্গে খাওয়ার পরামর্শ দেন না বিশেষজ্ঞরা। বুকজ্বালা, পেটের যন্ত্রণা হতে পারে।
7/10
ভাজা কিছু খেলে সঙ্গে দই খাবেন না। এতে হজমের সমস্যা হতে পারে। তৈলাক্ত খাবারের সঙ্গে দই খেলে বিপাকক্রিয়ার গতি শ্লথ হয়ে যায়। বুকজ্বালা করে।
8/10
একই ভাবে দুধ ও দই একসঙ্গে খাবেন না। খাবার হজম হবে না। ফুলে ঢোল হয়ে যাবে পেট।
9/10
রায়তায় শশাও মেশানো হয়। কিন্তু দইয়ের সঙ্গে শশা খাওয়া উচিত নয়। আয়ুর্বেদ অনুযায়ী, শশা এবং দই একসঙ্গে খেলে হজম হয় না খাবার।
10/10
উচ্ছে, করোলার সঙ্গে দই খাবেন না। হজমের সমস্যা হবে যেমন, ত্বকের রোগও হতে পারে। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola