Child Birth : সন্তান জন্ম দিলেই কর্মীদের প্রায় ৬২ লাখ টাকা দেবে এই কোম্পানি !
বিশ্বের কিছু দেশে জনআধিক্য ঘটেছে। ঠিক তেমনই কোথাও জনসংখ্যা কোথাও ক্রমশ তলানিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এই পরিস্থিতিতে এমন সমস্যা সমাধানে পৃথক পৃথক দেশ ভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়েছে ।
পরিসংখ্যান বলছে, দ্রুত জনসংখ্যা কমা নিয়ে অসুবিধার মুখে রয়েছে দক্ষিণ কোরিয়া।
স্বাভাবিকভাবেই প্রজননের হার কমে যাওয়ায় চিন্তিত সেদেশ, সমাধানে অভিনব পদক্ষেপ।
কর্মীরা সন্তান জন্ম দিলে ৭৫ হাজার ডলার দেওয়া হবে, ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি।
মূলত দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের সর্বনিম্ন প্রজনন হারের সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
বাইশ সালের পরিসংখ্যান বলছে, ওই দেশে প্রজননের হার ছিল ০.৭৮।
এদিকে সরকারি পূর্বাভাসে বলা হয়েছে, প্রজননের হার ২০২৫ সালে ০.৬৫ এ নেমে আসতে পারে।
এমত অবস্থায় দক্ষিণ কোরিয়ার ওই কোম্পানিটি প্রজননের হার স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এই সুবিধা তাঁদের কোম্পানিতে কর্মরত পুরুষ ও মহিলা উভয়ের জন্যই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -