Birthday Rituals: জন্মদিনে কেন মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? কোথায় প্রথম এই রীতি চালু হয়েছিল ?

Birthday Rituals: ভেবে দেখেছেন কি, কেন জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? কেন একটানা জ্বালিয়ে রাখা হয় না ?

জন্মদিনে কেন মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? কোথায় প্রথম এই রীতি চালু হয়েছিল ?

1/10
জন্মদিনে কেকের উপর মোমবাতি বসিয়ে জ্বালানোর রীতি এখন গোটা বিশ্বেই। প্রায় সবাই এই বিশেষ দিনটিকে এই ভাবেই উদযাপন করে।
2/10
কিন্তু ভেবে দেখেছেন কি, কেন জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? কেন একটানা জ্বালিয়ে রাখা হয় না ?
3/10
আর কোনও ক্ষেত্রে এটা কিন্তু করা হয় না। ভারতে পুজো হোক, শোকসভা কিংবা প্রতিবাদ মিছিল প্রায় সবক্ষেত্রেই মোমবাতি জ্বালিয়ে রাখা হয়।
4/10
কেবলমাত্র এই একটি ক্ষেত্রেই মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয়। আসলে এই রীতি প্রথম শুরু হয়েছিল 'ইডিয়াড'-র দেশে।
5/10
কেকের উপর মোমবাতি জ্বালিয়ে তা নিভিয়ে দেওয়া রীতি প্রথমে শুরু হয়েছিল প্রাচীন সভ্যতা দেশ গ্রিসে।
6/10
শত শত বছর আগেও, এদেশের মানুষ কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে তাঁদের উপাসনালয়ে যেত।
7/10
সেখানে গেলেই এখানকার মানুষ কেক কাটত। এবং ঠিক তার আগে মোমবাতিও নিভিয়ে দিত।
8/10
গ্রিসের লোকেরা বিশ্বাস করতেন যে মোমবাতি থেকে নির্গত ধোঁয়া ঈশ্বরের কাছে যায়। এই অবস্থায় এখানকার মানুষ এই প্রথা চালু করেছিল।
9/10
শোনা যায়, কেকের উপর প্রথম মোমবাতি স্থাপন করা হয়েছিল ১৭৪৬ সালে গ্রীসে। এই দিনটি ছিল একজন মহান সমাজ সংস্কারকের জন্মদিন।
10/10
তারপর থেকেই এখানে কেক কাটার আগে মোমবাতি নেভানোর রীতি শুরু হয়। যেহেতু ভারতে প্রদীপ নিভিয়ে দেওয়াকে অশুভ বলে ধরে নেওয়া হয়, তাই এখানেও একই প্রথা মেনে জন্মদিন পালন করা শুরু হয়।
Sponsored Links by Taboola