Curly And Bouncy Hair: কোঁকড়া চুলেও খেলবে 'ঢেউ', যত্ন সম্ভব বাড়িতেই, রইল ঘরোয়া হেয়ার মাস্কের হদিশ
কোঁকড়ানো চুল মানে হাজার সমস্যা। সঠিক ভাবে যত্ন না হলেই চুলে জট পড়ে যায়। এছাড়াও রুক্ষ এবং শুষ্ক ভাব তো রয়েইছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্ট্রেট চুলের তুলনায় কোঁকড়ানো চুলের যত্ন করা অনেক কঠিন। তবে কোঁকড়ানো চুলের সঠিক ভাবে যত্ন হলে সেখানেও আপনি বাউন্স, শাইন সবই পাবেন।
যেকোনও ধরনের চুলের একাধিক সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে হেয়ার মাস্কের মধ্যে। বাড়িতেই সহজলভ্য কিছু উপকরণ দিয়ে তাড়াতাড়ি আপনি হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারবেন।
কোঁকড়ানো চুলে নরম এবং মোলায়েম রাখার জন্য, চুলের উজ্জ্বল ও ফোলাভাব বজায় রাখার জন্য কোন ধরনের হেয়ার মাস্ক ব্যবহার করবেন, কী কী উপকরণ দিয়ে তৈরি করতে হবে, দেখে নেওয়া যাক।
অ্যাভোকাডো এবং ডিম ও অলিভ অয়েল মিশিয়ে তৈরি করতে পারেন হেয়ার মাস্ক। বাড়িতে সহজেই এই হেয়ার মাস্ক তৈরি করা সম্ভব। ঘরোয়া উপায়ে হেয়ার মাস্ক তৈরি করলে সেখানে ডিম এবং অলিভ অয়েল পরিচিত ও দরকারি উপকরণ।
একটি বাটিতে ভাল করে ডিম, অ্যাভোকাডো পেস্ট, অলিভ অয়েল আর সামান্য মধু দিয়ে মিশিয়ে তৈরি করে নিতে হবে হেয়ার মাস্ক। এবার এই মিশ্রণ ভালভাবে চুলে লাগিয়ে নিতে হবে। মিনিট ১৫ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে হবে।
ইয়োগার্ট এবং অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়েও তৈরি করা যায় হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক কোঁকড়ানো চুলের ক্ষেত্রে কন্ডিশনারের কাজও করবে। ইয়োগার্ট এবং অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে সামান্য মধুও মিশিয়ে নিতে হবে। ত্বক এবং চুলের জন্য মধু খুবই ভাল উপকরণ। এই মিশ্রণ আধ ঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
অ্যাভোকাডো পেস্টের সঙ্গে শুধুমাত্রা অলিভ অয়েল মিশিয়েও বাড়িতে সহজে তৈরি করে নেওয়া যাক হেয়ার মাস্ক। এই মাস্ক মিনিট ১৫ চুলে লাগিয়ে রেখে তারপর হাল্কা ধরনের শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিতে হবে।
চাল ধোওয়া জল যে চুলের স্বাস্থ্যের জন্য ভাল, একথা অনেকেরই জানা। তাই এই চাল ধোওয়া জল দিয়েও আপনি বাড়িতে হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারেন।
এক কাপ চাল আগে ভালভাবে জলে ভিজিয়ে রাখুন। চাল ভাল মতো ভিজে গেলে জল আলাদা করে নিন। এর মধ্যে দিয়ে দিন অ্যাভোকাডো পেস্ট। এবার এই মিশ্রণ চুলে লাগিয়ে নিতে পারেন। মিনিট ২০ রাখার পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -