Weight Loss: হেঁটে ওজন কমাতে চাইছেন? মেদ ঝরানোর এই কৌশল প্রয়োগ করলে অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বিষয়
Walking: শুধু ওজন কমানো নয় সার্বিক ভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটাচলার অভ্যাস থাকা জরুরি। তবে এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা অবশ্যই প্রয়োজন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
সুস্থ থাকার জন্য শরীরচর্চা করা প্রয়োজন। যোগাসন বা জিম করতে না পারলেও অন্তত নিয়মিত হাঁটাচলা করা দরকার। এর ফলে আপনার দেহের অতিরিক্ত মেদ ঝরবে।
2/10
ওজন কমানোর ক্ষেত্রে হাঁটাচলা করা নিঃসন্দেহে একটি ভাল প্রক্রিয়া। তবে এই ব্যাপারে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নাহলে আপনার সুবিধার থেকে অসুবিধা বেশি হতে পারে।
3/10
যাঁরা প্রথম হাঁটা শুরু করছেন তাঁরা একবারে অনেকটা পথ হাঁটতে যাবেন না। অল্প পরিমাণ রাস্তা বেছে নিয়ে হাঁটা শুরু করা উচিত।
4/10
হাঁটতে বেরোলে অবশ্যই সঙ্গে রাখুন জলের বোতল। হাঁটার মাঝে মাঝে বিরতি নিয়ে অল্প করে জল খাওয়া প্রয়োজন। কারণ হাঁটাচলা করলে প্রচুর ঘামহয়। ফলে বডি ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
5/10
হাঁটার সময় যেহেতু ঘাম হয় তাই সঙ্গে রাখুন তোয়ালে। মাঝে মাঝে ঘাম মুছে নেওয়া প্রয়োজন। নাহলে শরীরে অস্বস্তি হতে পারে। এছাড়াও সেনসিটিভ স্কিন হলে র্যাশের সমস্যা দেখা দিতে পারে।
6/10
ঠিকভাবে খাওয়া-দাওয়া করা প্রয়োজন। শরীরচর্চা করার সঙ্গে সঙ্গে সঠিক ডায়েট না করলে ওজন কমার পরিবর্তে শারীরিক ভাবে আপনি দুর্বল হয়ে যাবেন।একাধিক সমস্যাও দেখা দিতে পারে।
7/10
রাস্তাঘাটে হাঁটাচলার সময় সাবধানে থাকুন। সতর্ক হয়ে হাঁটাচলা না করলে চোট-আঘাত পেতে পারেন আপনি। যেসময় রাস্তা ফাঁকা থাকবে তখন হাঁটতে যান।
8/10
হেঁটে মেদ ঝরানোর লক্ষ্যে ব্রতী হলে অবশ্যই নজর দিন জুতোর দিকে। ভাল জুতো না পরলে আপনি ঠিকভাবে হাঁটাচলা করতে পারবেন না। এমনকি পায়ের সমস্যাও দেখা দিতে পারে।
9/10
যাঁরা প্রথম হাঁটা শুরু করছেন তাঁদের ক্ষেত্রে প্রথম কয়েকদিন গা-হাত পায়ে যন্ত্রণা হতে পারে। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে হবে না। হাঁটার অভ্যাস চালু রাখা প্রয়োজন।
10/10
ভোরবেলায় হাঁটতে যেতে পারলেই ভাল। তবে সময় না পেলে বিকেলে বা রাতেও হাঁটা যেতে পারে। কখনই খাওয়া-দাওয়ার ঠিক পরেই হাঁটতে যাবেন না। এর ফলে শরীরে অস্বস্তি হতে পারে। আবার একদম খালি পেটে অনেকটা রাস্তা হাঁটলেও সমস্যা রয়েছে তাই সতর্ক থাকুন।
Published at : 15 Oct 2023 02:43 PM (IST)