Friendship Tips:ভেঙে যাওয়া বন্ধুত্ব 'মিস' করেন? এই ভাবে ফেরানোর চেষ্টা করতে পারেন 'তাঁকে'
ছোটবেলা থেকে এক স্কুল, এক ক্লাস বা একই পাড়ায় লেখাপড়া করে বড় হয়েছেন, গলায়-গলায় বন্ধুত্ব! কিন্তু হঠাৎ জানতে পারলেন, সেই বন্ধু আপনারই প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠ, এমনকি দুই বাড়িতে বিয়ের কথাবার্তাও চলছে। ঠিক-ভুল ব্যতিরেকে প্রশ্ন হল, রাগ হবে কিনা? অনেক ক্ষেত্রে, এমন সব পরিস্থিতিতে রাগের মাথায় বহু বছরের বন্ধুত্ব ভেঙে যায়। কিন্তু তার পর? (ছবি:PIXABAY)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যক্তিভেদে সম্পর্কের সমীকরণ আলাদা। তবে অনেক সময়ই এমন হতে পারে যে সেই বন্ধুর কথা-ই হয়তো, বেশ কিছুটা সময় পর ভীষণ ভাবে মনে পড়তে থাকে। এতদিনের বন্ধুকে 'মিস' -ও করতে শুরু করেন। অথচ ভেঙে যাওয়া বন্ধুত্ব জোড়া লাগাবেন কী ভাবে বুঝতে পারেন না। বিষয়টি একটু জটিল হলেও অসম্ভব নয়। (ছবি:PIXABAY)
তবে রিলেশনশিপ কাউন্সিলররা বলে থাকেন, বন্ধুত্ব জোড়ার চেষ্টা শুরুর আগে কয়েকটি প্রশ্নের জবাব নিজের কাছেই পরিষ্কার করে থাকা দরকার। প্রথমত, যাঁর জন্য আপনি এই চেষ্টা করছেন, সে কি আপনার বন্ধুত্ব, ভালোবাসার যোগ্য? দ্বিতীয়ত, তিনিও কি এই ভাঙন মেটাতে সমান ভাবে ইচ্ছুক?
বন্ধুকে ফিরে পাওয়ার ইচ্ছা নানা কারণে হতে পারে। কিন্তু চেষ্টা শুরুর আগে একবার ভাল করে ভেবে নিন, বন্ধুত্বটা কেন ভেঙেছিল, সেই পরিস্থিতি থেকে আপনি মানসিক ভাবে কতটা বেরোতে পেরেছেন, আপনার বন্ধুর ইতিবাচক দিকগুলি আজও আপনার কাছে একই রকম প্রিয় কিনা। সবথেকে বড় কথা, যে সমস্যার জন্য বন্ধুত্ব ভেঙেছিল, সেই সমস্যার বাস্তবে সমাধান সম্ভব কিনা, যাচাই করে নিনয
যদি উত্তরগুলি নিজের কাছে স্পষ্ট এবং ইতিবাচক হয়, তা হলে শুরুতে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ টেক্সট বা ফোন করে ফেলতে পারেন। মনে রাখবেন, আপনি যা করবেন, তার দায় এবং দায়িত্ব আপনার। উল্টো দিক থেকে আশা অনুযায়ী প্রতিক্রিয়া নাও আসতে পারে। তাতেও তাঁদের দায়ী করা যাবে না। (ছবি:PIXABAY)
মেসেজ বা টেক্সটের যদি জবাব না আসে, কয়েক দিন অপেক্ষা করে দেখুন। দিনদশেক পর আরও একবার মেসেজ করে দেখতে পারেন। বন্ধুত্ব ফিরে পেতে আপনি যে আন্তরিক ভাবে ইচ্ছুক, মেসেজে সেটুকু বার্তাই যেন থাকে। (ছবি:PIXABAY)
কে ভুল করেছিলেন, কে সঠিক-- এই আলোচনা আদপেই নয়। 'আমি', 'আমার' -এই জাতীয় শব্দের ব্যবহার কমাতে পারলে ভাল হয়। সোজাসাপ্টা ক্ষমা চেয়ে টেক্সট করতে পারলে ভাল। (ছবি:PIXABAY)
যে কোনও ক্ষত সারতে সময় লাগে। মনের ক্ষেত্রেও একই নিয়ম। আপনি যে পুরনো অশান্তির কথা ভুলে গিয়ে তাঁকে কাছে টেনে নিতে চাইছেন, উল্টো দিকের মানুষটির ক্ষেত্রে এমন নাও হতে পারে। তাই সময় তাঁকে দিতেই হবে। (ছবি:PIXABAY)
বড়সড় কোনও ঝামেলা হওয়ার পর সম্পর্ক যদি আবার জুড়েও যায়, তা একেবারে আগের মতো হয় না। সেই তফাৎটুকু মেনে নিতে পারলে বন্ধুত্ব ফিরে পাওয়া সম্ভব। (ছবি:PIXABAY)
তবে আপনার সব রকম চেষ্টা সত্ত্বেও যদি দেখেন, উল্টো দিকের মানুষটি সাড়া দিতে আগ্রহী নন, তা হলে তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো এবং নিজেকে অগ্রাধিকার দেওয়াই একমাত্র উপায়। খুব কষ্ট হলে মনোবিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি:PIXABAY)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -