Electronics Care: ইলেকট্রনিক গ্যাজেট পরিষ্কার করাতে গিয়ে পকেটে টান ? রইল ঘরোয়া উপায়
বাড়িতে ইলেকট্রনিক গ্যাজেটে ময়লা ধরছে, এদিকে বারবার কোম্পানির লোক ডেকে ক্লিন করাতে গিয়ে পকেটে চাপ বাড়ছে ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইলেকট্রনিক গ্যাজেট পরিষ্কার করতে নরম এবং মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে পারেন।
এতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা তৈরি কম হয়। আপনার গ্যাজেটও পরিষ্কার থাকবে।
টিভি কিংবা ডেক্সটপের সিপিইউ পরিষ্কার করতে ভ্যাকুউম ক্লিনার ব্যবহার করতে পারেন।
তবে টিভি-ল্যাপটপ-মনিটরের স্ক্রিন পরিষ্কার করতে স্ক্রিন ক্লিনার ব্যবহার করতে পারেন।
স্ক্রিন ক্লিনার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। তবে ভুল করেও জল বা ভেজা কাপড় দিয়ে মুছতে যাবেন না।
আপনি আপনার মোবাইল, স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন।
রান্নাঘরের চিমনির ক্ষেত্রে আপনি নিজেই এখন থেকে পরিস্কার করতে পারেন।
রান্নাঘরের চিমনির ক্ষেত্রে আপনার লাগবে গরম জল, কস্টিক সোডা এবং গ্লাভস।
গরম জলে পরিমাণ মতো কস্টিক সোডা দিয়ে , গ্লাভস পরে আপনি পরিষ্কার করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -