Face Wash: মুখ ধোয়া বা পরিষ্কারের সময় ভুল করেও এইসব ভুল করবেন না

Skin Care Tips: আপনার ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নিয়ে সেটা দিয়ে মুখ পরিষ্কার করা প্রয়োজন। এই ব্যাপারে যাঁদের সেনসিটিভ স্ক্রিন তাঁরা একটু বেশি সতর্ক থাকুন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ত্বকের পরিচর্যা করার প্রথম ধাপ হল ভালভাবে মুখ পরিষ্কার করা। তবে এই মুখ পরিষ্কার করার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
2/10
ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের সময় গায়ের জোরে ত্বকের উপর ঘষবেন না। একই কথা প্রযোজ্য ফেসপ্যাক এবং ফেসস্ক্রাবের ক্ষেত্রেও। জোরে ঘষে পরিষ্কার করা চলবেন না।
3/10
আপনার ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নিয়ে সেটা দিয়ে মুখ পরিষ্কার করা প্রয়োজন। এই ব্যাপারে যাঁদের সেনসিটিভ স্ক্রিন তাঁরা একটু বেশি সতর্ক থাকুন।
4/10
মুখ পরিষ্কার করার সময় জেল জাতীয় ফেসওয়াশ ব্যবহার করা ভাল। অথবা ব্যবহার করতে পারেন ক্রিম বেসড একটু বেশি ফোম বা ফ্যানা থাকবে এমন ধরনের ফেসওয়াশ। এর ফলে ত্বক হাইড্রেটেড থাকবে।
5/10
ত্বক বিশেষ করে মুখের ত্বক পরিষ্কার করার পর ভালভাবে ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে ম্যাসাজ করা প্রয়োজন। নাহলে ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যাবে।
6/10
মুখ পরিষ্কারের সময় কখনই খুব জোরে জলের ঝাপটা দেবেন না। এর ফলে ক্ষতি হতে পারে চোখের। যাঁরা লেন্স পরেন তাঁরা লেন্স খুলে তারপর মুখ ধুতে যান। একটু সতর্ক থাকা প্রয়োজন।
7/10
নোংরা হাতে মুখ পরিষ্কার করতে যাওয়া অর্থহীন। তাই মুখ পরিষ্কার করার আগে ভালভাবে হাত পরিষ্কার করে নিন। তারপর মুখ ধুয়ে নেওয়া প্রয়োজন।
8/10
কখনই খুব গরম বা খুব ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করবেন না। দু'ক্ষেত্রেই জলের তাপমাত্রা স্বাভাবিক থাকা প্রয়োজন। এই ব্যাপারে সতর্ক থাকুন।
9/10
দীর্ঘক্ষণ ধরে মুখে ফেসওয়াশ বা অন্য প্রোডাক্ট লাগিয়ে রেখে তারপর মুখ ধোবেন না। এর ফলে ত্বকের অনেক ক্ষতি হতে পারে। তাই মুখ পরিষ্কারের সময় সাবান ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।
10/10
মেকআপ করা থাকলে আগে ওয়েট টিস্যু বা মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে ভালভাবে মুখে পরিষ্কার করে নিন। তারপর ফেসওয়াশ দিয়ে মুখে ধোবেন।
Sponsored Links by Taboola