Toothpaste Hacks: শুধু দাঁত পরিষ্কার করতেই নয়, আরও যে যে কাজে লাগে মাজন
দিনের শুরুতেই প্রয়োজন পড়ে মাজনের। দাঁত ঘষেমেজে তবেই অন্য কোনও কাজে হাত দিই আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু দাঁতমাজা ছাড়াও, আরও একাধিক কাজে লাগতে পাসাদাবা হালকা রংয়ের স্নিকার্স একটুতেই ময়লা হয়ে যায়। খাঁজে খাঁজে ময়লা জমে যায়। এক্ষেত্রে পুরনো ব্রাশে মাজন লাগিয়ে নিন। হালকা হাতে ঘষে নিন, তার পর মুছে নিন ভিজে কাপড় দিয়ে। দেখবেন একেবারে ঝকঝকে হয়ে গিয়েছে।রে মাজন। হাতেকলমে পরখ করে দেখতে পারেন।
সাদাবা হালকা রংয়ের স্নিকার্স একটুতেই ময়লা হয়ে যায়। খাঁজে খাঁজে ময়লা জমে যায়। এক্ষেত্রে পুরনো ব্রাশে মাজন লাগিয়ে নিন। হালকা হাতে ঘষে নিন, তার পর মুছে নিন ভিজে কাপড় দিয়ে। দেখবেন একেবারে ঝকঝকে হয়ে গিয়েছে।
হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন যদি, সেক্ষেত্রেও মাজন কাজে লাগতে পারে। শুকনো কাপড়ে প্রথমে মাজন লাগিয়ে নিন। ঘষে ঘষে পরিষ্কার করুন। এর পর ভিজে কাপড় দিয়ে মুছে নিন।
অন্ধকার রাস্তায় গাড়ি চালাতে গেলে অসুবিধায় পড়েন? হেডলাইটের কাচ কি ধূসর হয়ে গিয়েছে? সেক্ষেত্রে মাজন দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারেন।
রুপোর গয়না কালো হয়ে যায় তাড়াতাড়ি। ঝকঝকে করে তুলতে মাজন ব্যবহার করতে পারেন। শুকনো কাপড়ে মাজন লাগিয়ে ঘষে নিন। এর পর গয়নে ধুয়ে নিয়ে শুকিয়ে নিন। তবে মুক্তো বা গ্রহরত্নের উপর মাজন না ঘষাই ভাল।
একটানা ব্যবহার করতে করতে বাথরুমের দেওয়ালের টাইলসে ময়লা জমে যায়। লাল বা হলুদ হয়ে যায় খাঁজগুলি। স্পঞ্জে মাজন লাগিয়ে টাইলস ঘষে নিন। তার পর ধুয়ে নিন বা কাপড় দিয়ে মুছে নিন।
বাড়িতে বাচ্চা থাকলে দেওয়ালে আঁকিবুকি পড়বেই। ভিজে স্পঞ্জে মাজন লাগিয়ে ঘষে নিন। তার পর ভিজে কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন তকতকে হয়ে গিয়েছে দেওয়াল।
বেসিন পরিষ্কার করতেও মাজন ব্যবহার করে দেখতে পারেন। ভিজে স্পঞ্জে মাজন লাগিয়ে নিন। এর পর হাত ঘুরিয়ে ঘুরিয়ে বেসিন ঘষে নিন। তার পর ধুয়ে নিন জল দিয়ে। বেসিন পরিষ্কারও হবে আবার সুন্দর গন্ধও বেরোবে।
আদা-রসুন বাটলে বা মাছ-মাংস রাঁধলে হাত দিয়ে গন্ধ বেরোয়। সব কাজ হয়ে গেলে হাতে একটু মাজন নিন। হ্যন্ড ক্রিমের মতো করে হাতে মেখে নিন। এর পর জল দিয়ে হাত ধুয়ে নিলেই গন্ধ গায়েব। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি মেনে চলার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো এগোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -