Shoe Cleaning Hacks: কাচা-ধোয়া-শুকনোর ঝামেলা থাকবে না, জুতো পরিষ্কার পরিষ্কার করুন সহজ উপায়ে
![Shoe Cleaning Hacks: কাচা-ধোয়া-শুকনোর ঝামেলা থাকবে না, জুতো পরিষ্কার পরিষ্কার করুন সহজ উপায়ে Shoe Cleaning Hacks: কাচা-ধোয়া-শুকনোর ঝামেলা থাকবে না, জুতো পরিষ্কার পরিষ্কার করুন সহজ উপায়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f9168.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
দামি জুতো পায়ে গলালেই হল না, তাকে পরিষ্কার রাখার হ্যাপা অনেক। নিয়ম করে কাচা, শুকনো হয়ে ওঠে না প্রায়শই। ময়লা জুতো পরার দরুণ আবার অস্বস্তিতে পড়তে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Shoe Cleaning Hacks: কাচা-ধোয়া-শুকনোর ঝামেলা থাকবে না, জুতো পরিষ্কার পরিষ্কার করুন সহজ উপায়ে Shoe Cleaning Hacks: কাচা-ধোয়া-শুকনোর ঝামেলা থাকবে না, জুতো পরিষ্কার পরিষ্কার করুন সহজ উপায়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/156005c5baf40ff51a327f1c34f2975baf3c9.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
কিন্তু জুতো না কেচে-ধুয়েও পরিষ্কার করতে পারেন। এতে খুব বেশি ঝামেলাও নেই, আবার কাজের কাজও হবে।
![Shoe Cleaning Hacks: কাচা-ধোয়া-শুকনোর ঝামেলা থাকবে না, জুতো পরিষ্কার পরিষ্কার করুন সহজ উপায়ে Shoe Cleaning Hacks: কাচা-ধোয়া-শুকনোর ঝামেলা থাকবে না, জুতো পরিষ্কার পরিষ্কার করুন সহজ উপায়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/d0096ec6c83575373e3a21d129ff8fef152e7.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
জুতো না ধুয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। ভাল করে ঘষলে খাঁজে আটকে থাকা ময়লা বেরিয়ে আসবে। সোয়েডের ব্রাশও ব্যবহার করতে পারেন। এর পর কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে জুতো।
ভিজে কাপড় দিয়ে মুছে নিলেও জুতো পরিষ্কার হয়। উপরের অংশে লেগে থাকা দাগ যেমন উঠে যাবে, তেমনই বাইরের জুতোর সোলে আটকে থাকা ময়লাও উঠে যাবে।
এক চামচ বেকিং সোডা, আধ চামচ জল এবং আধ চামচ ডিটারজেন্ট পাওডার মিশিয়ে নিন। ওই মিশ্রণ লাগিয়ে রাখুন জুতোয়। শুকিয়ে গেলে তুলে দিলেই হল।
বাসন মাজার লিকুইড সোপও জুতো পরিষ্কার করতে পারে। পুরনো টুথব্রাশ দিয়ে লাগিয়ে রাখুন। পরে ভিজে কাপড় দিয়ে মুছে নিন।
বাজারে ব্লিচ পেন কিনতে পাওয়া যায়। জুতোর উপর দাগ হলে, তার উপর বুলিয়ে নিলেই হল। হালকা রংয়ের জুতোর ক্ষেত্রে ব্লিচ পেন ব্যবহার করা যায় সহজেই।
পেপার টাওয়েল দিয়ে মুড়ে ফেলতে পারেন জুতো। এর পর হাওয়ায় শুকিয়ে নিন। বেশ কয়েক দিন খোলা হাওয়ায় রাখলেই হবে।
সাদা জুতো পরিষ্কার করা সম্ভব দাঁত মাজার মাজন দিয়ে। সাদা মাজন নিয়ে জুতোর উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে নিন ব্রাশ দিয়ে। চাইলে ভিজে কাপড় দিয়েও মুছে নিতে পারেন। তবে কোন জুতো কী ভাবে পরিষ্কার করা উচিত, তা কেনার সময় দোকান থেকেই জেনে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -