Hair Growth: চুলের সঠিক বৃদ্ধির জন্য মাথার তালুর স্বাস্থ্যেরও খেয়াল রাখা প্রয়োজন, এর জন্য কী কী খেতে পারেন?
ফল খাওয়া সবসময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। চুল এবং মাথার তালুর স্বাস্থ্যের খেয়াল রাখতে হলেও পাতে রাখতে হবে ফল। মরশুমের যেকোনও একটা ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারলে ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন ধরনের জামজাতীয় ফল, কমলালেবু, আঙুরজাতীয় ফল- এগুলি ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ। এইসব ফল খেলে আপনার চুল সঠিকভাবে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি হাইড্রেটেড অর্থাৎ আর্দ্র থাকবে মাথার তালু বা স্ক্যাল্প।
চুলের এবং স্ক্যালের খেয়াল রাখার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। প্রোটিনের সাহায্যেই চুলের গঠন মজবুত হবে। এর পাশাপাশি সঠিকভাবে বৃদ্ধি পাবে। প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে প্রতিদিন ডিম সেদ্ধ খেতে পারেন। কুসুম সমেতই ডিম খেতে হবে। তাহলেই পুরোপুরি উপকার পাবেন।
ডিমের মধ্যে শুধু প্রোটিন নয় জিঙ্ক, সেলেনিয়াম- এসব খনিজ উপকরণ অর্থাৎ মিনারেলসও থাকে প্রচুর পরিমাণে। এইসব উপকরণ চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তার পাশাপাশি স্ক্যাল্পের একাধিক সমস্যা দূর করে।
সবুজ রঙের শাকপাতা, সবজি খেলে চুল সঠিকভাবে বৃদ্ধি পাবে। চুলের গঠন মজবুত হবে। চুলের গোড়া শক্ত হবে। নতুন চুল গজাতেও সাহায্য করে এইসব শাকসবজি। চুল মোলায়েম, উজ্জ্বল রাখতেও এইসব খাবার সাহায্য করে।
কালে, পালংশাক- এইসব সবুজ রঙের শাকপাতা রোজের মেনুতে রাখতে পারলে ভাল। কারণ এইসব শাকসবজির মধ্যে ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে থাকে। এই তিন ধরনের ভিটামিন মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে রক্ত সঞ্চলন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে। এর পাশাপাশি সার্বিক ভাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
বিভিন্ন ধরনের বাদাম এবং সিডস অর্থাৎ বীজও রাখুন আপনার প্রতিদিনের খাবারের সঙ্গে। তাহলে চুলের স্বাস্থ্য ভাল হবে। চুলের গঠন মজবুত হওয়ার পাশাপাশি মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া, ডগা ফেটে যাওয়ার সমস্যা, রুক্ষ-শুষ্ক ভাব ইত্যাদি দূর হবে।
বিভিন্ন ধরনের বাদাম এবং বীজের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, বায়োটিন এইসব উপকরণ। এর মধ্যে চুলের এবং স্ক্যাল্পের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বায়োটিন অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। উল্লিখিত সমস্ত উপকরণ হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত করে দেয়। তার ফলে নতুন চুল গজাতে পারে এবং সঠিক মাত্রায় চুল বৃদ্ধিও পায়।
মাছ খাওয়া সার্বিকভাবে আমাদের স্বাস্থ্যের জন্য ভাল। ম্যাকারেল, সার্ডিন, স্যামন- এই জাতীয় মাছগুলি খেতে পারলে আপনার ত্বক এবং চুল উভয়েই ভাল থাকবে।
উল্লিখিত মাছগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিড। এই উপকরণ চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ যাঁদের চুল লম্বায় খুব একটা বাড়তে চায় না তাঁরা এই মাছগুলি খেতে পারেন। চুলের পাশাপাশি স্ক্যাল্পেরও খেয়াল রাখে এইসব মাছের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ উপকরণগুলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -