Ganesh Chaturthi 2021: দেশজুড়ে ধুমধাম করে শুরু হল গণেশ চতুর্থী উৎসব
আজ থেকে শুরু সিদ্ধিদাতার আরাধনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা দেশে ধুমধাম করে উদযাপিত হয় গণেশ পুজো।
সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষে প্রস্তুতি ছিল তুঙ্গে।
মহারাষ্ট্রের এটি প্রধান পুজো। গণেশের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও নতুন সাজপোশাকে অংশ নেন এই উৎসবে।
মহারাষ্ট্র ছাড়াও, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী।
পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো।
১০ দিনের এই পুজোয় দেখা যায় একাধিক থিমের ছোঁয়াও।
শাস্ত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী আরম্ভ রাত ১২টা ১৭ মিনিটে।
আমরা বিশ্বাস করি যে, সিদ্ধিদাতা গণেশ আমাদের সমস্ত দুঃখ, দুর্দশার বিনাশ করেন। তাই গণেশ পুজোয় জলের পাত্র, পঞ্চামৃত, লাল কাপড়, নারকেলের জল, সুপারি, লবঙ্গ, ঘি, কর্পূর, গঙ্গাজল এবং গণেশের প্রিয় সাদা ফুলের ব্যবহার করা হয়।
পুজোর সময়ে গণেশের মূর্তি বদ্ধ ঘরে নয়, বরং খোলামেলা জায়গায় রাখুন। সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু বা মোদক দিয়ে পুজো দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -