Gardening: ব্যালকনিতেও আপনি মেটাতে পারেন বাগানের শখ, রইল ফুল গাছের ফান্ডা
Gardening Planning: বাগান নেই, ছোট ফ্ল্যাটেও ফুলের গাছ সাজাতে পারেন। শখপূরণ করতে পারেন।
Continues below advertisement
ব্যালকনিতেও আপনি মেটাতে বাগানের শখ, রইল ফুল গাছ সাজানোর উপায়
Continues below advertisement
1/10
ব্যালকনিতেও আপনি মেটাতে বাগানের শখ। এক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি করে সাজাতে হবে।
2/10
ব্যালকনিতেও পদ্ম ফোঁটাতে পারেন, রাখতে পারেন সূর্যমুখী, কিংবা অন্যান্য ফুলের গাছ। শুধু কয়েকটা জিনিস মাথায় রাখলেই হল।
3/10
আপনার ব্যালকনি যদি দক্ষিণ পূর্ব হয়, তাহলে তো কথাই নেই। যদি তা না হয়, সেক্ষেত্রে আপনি প্রথমে কদিন ছাদে গাছ রাকুন। পরে ব্যালকনিতে নিয়ে আসুন।
4/10
তবে জায়গা বেশি লাগে না, ছোট গাছগুলিই আপনার ব্যালকনি জমিয়ে তুলবে। এক্ষেত্রেও আপনার গাছের পরিচর্যাই শেষ কথা।
5/10
তবে কিছু বড় গাছ ব্যালকনিতে সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে ছোট গাছগুলি দিয়েই সাজাতে হবে। এমনকি পুজোর ফুলের টগরও ফোঁটানো সম্ভব।
Continues below advertisement
6/10
আপনি চায়না টগর ফুলের গাছ রাখতে পারেন। জায়গা বেশি লাগবে না। পাশাপাশি ঋতু অনুযায়ী গাদা ফুল গাছও রাখতে পারেন।
7/10
তবে অনেকসময়ই বাড়িতে ফুলের গাছে ফুল হয় না, এর অনেকগুলি কারণ থাকে। বুঝতে না পারলে অনেক সময় গাছ মরে যেতেও পারে।
8/10
এবার কথা হচ্ছে রোদে রেখেও ফুলের গাছে ফুল ধরছে না। আপনি সেক্ষেত্রে সবার প্রথমে মাটিতে নজর দিন। গোবর সার বা যেকোনও জৈব সার দিয়ে টবে ফুলের গাছ লাগান।
9/10
দ্বিতীয়ত আপনি এনপিকে অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সার দিতে পারেন। এই সার কিনে খুব সামন্য পরিমাণে জলে মিশিয়ে স্প্রে করুন গাছে। দ্রুত ফুল হবে।
10/10
ফুলের গাছে অনেক সময় পোকা বা ছত্রাক ধরলেও গাছে ফুল ধরা বন্ধ হয়। সেক্ষেত্রেও গাছের জন্য ওষুধ ব্যবহার করতে হবে। জৈব সারের দোকানে গেলে সহজেই উপসর্গ জানিয়ে ওষুধ পাবেন।
Published at : 21 Dec 2022 04:19 PM (IST)