শীতে খালিপেটে রসুন খেলে সবার ভাল ? নিয়মটা কী
Garlic : আয়ুর্বেদ মোতাবেক রসুনকে মহৌষধি বলে। অমৃত সমান এককোয়া রসুনের অনেক গুণ। বলে থাকেন বিশেষজ্ঞরা
শীতে দু কোওয়া রসুন, ব্যাস !
1/10
শীতে সকালে খালিপেটে একটু রসুন খান। এমন পরামর্শ তো অনেকেই দিয়ে থাকেন। আয়ুর্বেদ মোতাবেক রসুনকে মহৌষধি বলে। অমৃত সমান এককোয়া রসুনের অনেক গুণ। বলে থাকেন বিশেষজ্ঞরা
2/10
তবে রসুন কতটা খাবেন, কীভাবে খাবেন, কখন খাবেন, এসব জেনে রাখাটা ভীষণ জরুরি।
3/10
রসুন রান্নায় দিলে পুষ্টির উৎস রূপে মানা হয়। হাড় জুড়তে সাহায্যকারী হিসেবে এর জুড়ি মেলা ভার।
4/10
কণ্ঠকে ভাল করতেও রসুন ভীষণ উপকারী। অ্যামেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক রিপোর্টে রসুনের ব্যবহারকে অত্যন্ত গুণদায়ক বলে অ্যাখা দেওয়া হয়েছে।
5/10
বলা হয়েছে, শীতে কাঁচা রসুন খান যাঁরা, তাঁদের সর্দি-জ্বর হওয়ার সম্ভাবনা ৬৩ শতাংশ কমে যায়।
6/10
রসুনে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-অক্সিডেন্টের গুণ। ম্যাগনেশিসাম, ক্যালশিয়াম, জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিনের বি-এর আকর রসুন।
7/10
রসুনে স্থিত এলিসিন রক্তের প্রবাহ বাড়াতে সহায়তা করে। তাহলে কি সবসময় রসুন খাওয়া শ্রেয় ? সবাই কি খেতে পারেন ?
8/10
আয়ুর্বেদ উদ্ধৃত করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইউরিক অ্যাসিড ও কোলেস্টেরল সম্পর্কিত সমস্যা রয়েছে যাঁদের, তাঁরা খালিপেটে দু কোওয়া রসুন সেবন করতে পারেন।
9/10
রাতে শোওয়ার সময় দু কোওয়া রসুন জলে ভিজিয়ে রাখতে পারেন। পরে সকালে খেতে হবে তা।
10/10
তবে একটা জিনিস মাথায় রাখতে হবে। কোনও অ্যালার্জির সমস্যা থাকলে আর কোনও ওষুধ চললে, অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। তথ্যসূত্র - আই এ এন এস লাইফ
Published at : 10 Dec 2024 10:32 PM (IST)