চুল পড়ার সমস্যা থেকে অ্যান্টি স্ট্রেস! একাধিক গুণ লবঙ্গ তেলে
রাতে ঘুমানোর আগে ত্বকে লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন। তেল নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। আপনি ফেস সিরাম এবং ক্রিমগুলিতেও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলবঙ্গ তেল ব্যাকটেরিয়া দূর করে এবং অ্যালার্জি ও সংক্রমণ দূর করে ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এটি ত্বকে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।
বার্ধক্যের লক্ষণ দূর করতেও লবঙ্গের তেল খুবই উপকারী বলে মনে করা হয়। এটি বলিরেখা কমায় এবং ত্বকের অকাল বার্ধক্য রোধ করে।
লবঙ্গ তেলে রয়েছে অ্যান্টি-স্ট্রেস উপাদান, যা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। এ ছাড়া লবঙ্গ তেল দিয়ে গা, হাত, পা মালিশ করলে মন শান্ত হয় এবং মানসিক অবসাদ দূর হয়।
পরিপাকতন্ত্র সারিয়ে তুলতেও লবঙ্গ তেল ব্যবহার করা যেতে পারে। লবঙ্গ তেল গ্যাস এবং পেট ফাঁপা দূর করতেও সাহায্য করতে পারে।
লবঙ্গ তেলে রয়েছে নানা সব অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান, সঙ্গে মজুত রয়েছে একটি উপকারী উপাদানও, যা ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলতে সাহায্য করে।
রূপচর্চায় লবঙ্গ তেলকে কাজে লাগালে ত্বকের সমস্ত দাগ দূর হবেয়। আসলে লবঙ্গ তেল মুখে লাগিয়ে মালিশ করার সময় ত্বকের ভিতরে রক্তের প্রবাহ বেড়ে যায়, যে কারণে ত্বকের যে কোনও ধরনের ক্ষত দূর হয়।
লবঙ্গ তেল ত্বকের পাশাপাশি চুলের সৌন্দর্য বাড়াতেও উপকারী। বিশেষ করে চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে লবঙ্গ তেলের জুড়ি মেলা ভার।
দাঁতের ব্যথা, কাশিতে দারুণ কার্যকরী লবঙ্গ। শুধু রান্নায় নয়, এসব ক্ষেত্রেও নিয়মিত ব্যবহারে অনেক সমস্যা দূর করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -