Hair Care With Aloe Vera Gel: চুলের যত্নে অ্যালোভেরা জেলের ব্যবহার কতটা জরুরি? কী কী উপকার পাবেন?
ছবি সৌজন্যে- পিক্সেলস। ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা জেল ব্যবহার করা হয় একথা অনেকেই জানেন। একই ভাবে অ্যালোভেরা জেল দিয়ে চুলেরও যত্ন করা সম্ভব। উপকারও পাওয়া যায় অনেক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে- পিক্সেলস। চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করতে কাজে লাগে অ্যালোভেরা জেল। এই উপকরণ আসলে চুলে আর্দ্রভাব বজায় রাখতে সাহায্য করে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। চুলে এবং মাথার তালুতে অর্থাৎ স্ক্যাল্পে সঠিক ভাবে পুষ্টির জোগান দেয় অ্যালোভেরা জেল। সরাসরি এই জেল চুলে ব্যবহার করতে পারেন।
ছবি সৌজন্যে- পিক্সেলস। ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তাই শ্যাম্পুর পর অ্যালোভেরা জেল কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি।
ছবি সৌজন্যে- পিক্সেলস। অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ। এর ফলে মাথার তালুতে কোনও ইনফেকশন হলে তা সহজে কমিয়ে দিতে পারে অ্যালোভেরা জেল।
ছবি সৌজন্যে- পিক্সেলস। অ্যালোভেরা জেল ব্যবহার করলে সহজে খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। মাথার তালুতে অ্যালোভেরা জেল ব্যবহার করলে খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন অল্পদিনের মধ্যেই।
ছবি সৌজন্যে- পিক্সেলস। চুলের গোড়া মজবুত করতে, চুলের সঠিক পরিমাণ বৃদ্ধি, নতুন চুল গজাতে সাহায্য করে অ্যালোভেরা জেল। তাই এই উপকরণ চুলের পরিচর্যায় ব্যবহার করুন।
ছবি সৌজন্যে- পিক্সেলস। চুলের লালচে ভাব দূর করতে, ডগা ফাটা অর্থাৎ স্প্লিট এন্ডসের সমস্যা রুখতে, চুলের ক্ষয় বা ভঙ্গুর ভাব দূর করতেও কাজে লাগে অ্যালোভেরা জেল।
ছবি সৌজন্যে- পিক্সেলস। অ্যালোভেরা জেল চুলে এবং স্ক্যাল্পে ব্যবহার করলে হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত হয়। তার ফলে দ্রুত নতুন চুল গজাতে পারে। অর্থাৎ চুল গজানোর ক্ষেত্রে এই উপকরণ খুবই কার্যকরী।
ছবি সৌজন্যে- পিক্সেলস। আমাদের চুল উজ্জ্বল করতে, চুলে মোলায়েম ভাব বজায় রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -