Hair Care: বর্ষায় দেখা যায় চুলের প্রচুর সমস্যা, সমাধান সম্ভব বাড়িতে তৈরি হেয়ার মাস্কের সাহায্যে
ছবি সৌজন্যে- Pexels। বর্ষার মরশুমে চুল পড়ার সমস্যা অত্যধিক হারে বেড়ে যায়। মূলত বাতাসের অতিরিক্ত পরিমাণ আর্দ্রতাই এর জন্য দায়ী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে- Pexels। অতিরিক্ত আর্দ্রতা আমাদের শরীরে সিবামের উৎপাদন বাড়িয়ে দেয়। আমাদের মাথার তালু এর ফলে চিটচিটে হয়ে যায়। আর সহজে নোংরা জমা হয় এবং বাড়ে চুল পড়ার সমস্যা।
ছবি সৌজন্যে- Pexels। বর্ষার মরশুমে চুলের স্বাস্থ্যের সার্বিক ভাবে খেয়াল রাখতে চাইলে ব্যবহার করতে হবে হেয়ার মাস্ক। আপনি বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিতে পারবেন হেয়ার মাস্ক। এর মধ্যে রাখতে পারেন পাকা কলা।
ছবি সৌজন্যে- Pexels। টুকরো করে কাটা কালা ভালভাবে চটকে নিন। এর মধ্যে মিশিয়ে নিন নারকেল তেল। এই মিশ্রণ স্নানের আগে চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। জেল্লা বাড়বে চুলের।
ছবি সৌজন্যে- Pexels। শসা দিয়েও তৈরি করা যায় হেয়ার মাস্ক। শসার রস যে শুধুমাত্র ত্বকের জন্যই ভাল তা কিন্তু নয়। চুলের স্বাস্থ্যেরও খেয়াল রাখে এই উপকরণ।
ছবি সৌজন্যে- Pexels। ছোট টুকরো করে শসা কেটে নিন। তারপর মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে মিশিয়ে নিন নারকেল তেল। স্নানের আগে আধঘণ্টা এই মিশ্রণ মাথায় লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
ছবি সৌজন্যে- Pexels। অ্যালোভেরা জেল যে ত্বক এবং চুলের একাধিক সমস্যা কার্যত ম্যাজিকের মতো সমাধান করে একথা আজকাল প্রায় সকলেই জানেন। বাড়িতে হেয়ার মাস্ক তৈরির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সবচেয়ে ভাল হবে।
ছবি সৌজন্যে- Pexels। অ্যালোভেরা জেল সরাসরি গাছ থেকে নিলে তা একদম খাঁটি হবে। আর যেহেতু চুলের জন্য নারকেল তেলের থেকে ভাল কিছু হয় না, তাই এই হেয়ার মাস্ক তৈরির ক্ষেত্রেও অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিতে হবে। ওই মিশ্রণ মিনিট ১৫ স্নানের আগে চুলে মেখে রাখুন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
ছবি সৌজন্যে- Pexels। ইয়োগার্ট একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। ইয়োগার্ট খেলে ওজন কমে দ্রুত। এর পাশাপাশি ত্বক এবং চুলের পরিচর্যার ক্ষেত্রেও ইয়োগার্ট ব্যবহার করা যায়। বাড়িতে হেয়ার মাস্ক তৈরির ক্ষেত্রে এই উপকরণ ব্যবহার করতে পারেন।
ছবি সৌজন্যে- Pexels। ইয়োগার্টের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিন হেয়ার মাস্ক। স্নানের আগে এই মিশ্রণ ১৫ থেকে ২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -