Hair Care Tips: রুক্ষ-শুষ্ক চুলের যত্নে বাড়িতেই তৈরি করে নিন হেয়ার মাস্ক, কী কী উপকরণ ব্যবহার করবেন?
রুক্ষ এবং শুষ্ক চুলের যত্নে হেয়ার মাস্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি বাড়িতেই হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রয়োজন খুব সাধারণ কয়েকটি উপকরণ যা আমার-আপনার সকলের বাড়িতেই উপলব্ধ থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেয়ার মাস্ক চুলে পুষ্টি জোগায়। চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে। অনেকের চুল সহজে লালচে হয়ে যায়। এই সমস্যাও দূর করতে সাহায্য করে হেয়ার মাস্ক।
অনেকের চুলে স্প্লিট এন্ডস বা ডগা ফাটার সমস্যা দেখা যায়। আবার চুল মাঝখান থেকেও ভেঙে যায়, অর্থাৎ ভঙ্গুর প্রকৃতির। হেয়ার মাস্ক লাগালে চুলে আর্দ্রতা বজায় থাকে। ফলে এইসব সমস্যা দূর হয়।
চলুন এবার জেনে নেওয়া যাক চুল ময়শ্চারাইজড রাখতে এবং বিভিন্ন সমস্যা দূর করতে ঘরোয়া পদ্ধতিতে কী কী উপকরণ ব্যবহার করে আপনি হেয়ার মাস্ক তৈরি করতে পারবেন।
রুক্ষ, শুষ্ক চুলের সমস্যা দূর করার জন্য নারকেলের তেলের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। নারকেল তেল সবসময়েই চুলের জন্য ভাল। স্নানের আগে এই হেয়ার মাস্ক লাগাতে হবে চুলে। তারপর আধঘণ্টা রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করলে তা চুলের রুক্ষ, শুষ্ক, লালচে ভাব দূর করার পাশাপাশি স্ক্যাল্পের বিভিন্ন ইনফেকশন থেকেও আপনাকে দূরে রাখবে।
মেয়োনিজের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। এই হেয়ার মাস্ক আপনার চুল হাইড্রেটেড রাখবে। ডগা ফাটা অর্থাৎ স্প্লিট এন্ডসের সমস্যা কমাবে। চুল থাকবে উজ্জ্বল এবং মোলায়েম।
কলা এবং ক্যাস্টর অয়েল, এই দুই উপকরণের সাহায্যেও বাড়িতে সহজে তৈরি করে নেওয়া যাক হেয়ার মাস্ক। ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধিতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। হেয়ার ফলিকলগুলিকে রক্ষা করে ক্যাস্টর অয়েল।
অন্যদিকে কলার মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং ন্যাচারাল অয়েল। এইসব উপকরণ চুল নরম, উজ্জ্বল রাখতে সাহায্য করে। চুল হাইড্রেটেডও রাখে এই হেয়ার মাস্ক।
নারকেলের দুধের মধ্যে মিশিয়ে নিতে পারেন আমন্ড মিল্ক। এই দুই তরলের মধ্যেই রয়েছে একাধিক পুষ্টি উপকরণ যা চুলের স্বাস্থ্য ভাল রাখতে সার্বিকভাবে সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -