Hair Care Tips: চুলের যত্নে কীভাবে কাজে লাগে ক্যাস্টর অয়েল, কী কী সমস্যা দূর করে এই বিশেষ ধরনের তেল?
চুলের যত্ন (Hair Care) নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপকরণ হল ক্যাস্টর অয়েল (Castor Oil)। যেকোনও সাধারণ হেয়ার অয়েল বা চুলে মাখার তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ম্যাসাজ করতে পারে আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও হাল্কা গরম করে নিয়ে সরাসরি ক্যাস্টর অয়েলও ম্যাসাজ করতে পারেন চুলের লম্বা অংশ এবং মাথার তালু বা স্ক্যাল্পে।
তবে এই তেল খুবই চিটচিটে ধরনের। তাই ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে অন্তত দু'বার শ্যাম্পু করা প্রয়োজন।
এবার জেনে নেওয়া যাক ক্যাস্টর অয়েল চুলের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং কী কী ভাবে চুলের উপকার করে।
ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপকরণ আপনার চুল এবং স্ক্যাল্প আর্দ্র অর্থাৎ ময়শ্চারাইজড করতে সাহায্য করে।
ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে ricinoleic। এই উপকরণের সাহায্যে মাথার তালুতে ভালভাবে রক্তসঞ্চালন হয় যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
মাথার তালু বা স্ক্যাল্পে হওয়া বিভিন্ন ইনফেকশন, ইচিং বা চুলকানি, খুশকি ইত্যাদি দূর করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ রয়েছে এই তেলের মধ্যে।
ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড। এই দুই উপকরণ চুলের ভঙ্গুরতা রোধ করে। অর্থাৎ চুল মাঝখান থেকে ভেঙে যায় না।
এছাড়াও চুলের গোড়া শক্ত করে, চুলের গঠন সুদৃঢ় করে। সপ্তাহে দু'দিন ক্যাস্টর অয়েল ম্যাসাজ করতেই পারেন। নতুন চুল গজতেও সাহায্য করে ক্যাস্টর অয়েল।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -