Hair Mask: ফিরবে জৌলুস, উৎসবের মরশুমে ব্যবহার করুন ঘরোয়া হেয়ার মাস্ক, কীভাবে তৈরি করবেন?
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কীভাবে সাজবেন, কোথায় ঘুরবেন তা নিয়ে চলছে শেষ পর্যায়ের প্ল্যানিং। কিন্তু আনন্দ ভরপুর হলেও নিজেকে অবহেলা করলে চলবে না। বিশেষত নিয়মিত নিতে হবে ত্বক এবং চুলের যত্ন। উৎসবের মরশুমে চুলের স্বাস্থ্য ভাল রাখতে অবলম্বন করতে পারেন ঘরোয়া উপায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটা পাকা অ্যাভোকাডো পেস্ট করে তাতে মধু এবং ডিমের কুসুম মেশান। চুল ভিজিয়ে ভেজা চুলে লাগান ওই মিশ্রণ। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
দু চামচ নারকেল তেল এবং এক চামচ মধু ভাল করে মেশাতে হবে। এরপর স্ক্যাল্প সহ সারা চুলে লাগাতে হবে। আধঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।
অ্যালোভেরা থেকে নির্যাস বের করে নিতে হবে। অর্ধেক কাপ অর্ধেক কাপ অ্যালোভেরা জুসের সঙ্গে ২ চামচ অলিভ ওয়েল মেশাতে হবে। চুলে আধ ঘণ্টা মেখে রেখে ধুয়ে নিতে হবে।
একটা পাকা কলা পেস্ট করে ছেঁকে নিতে হবে। তার সঙ্গে মেশাতে হবে অর্ধেক কাপ দই। ওই মিশ্রণ মেখে রাখতে হবে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা। এরপর শ্যাম্পু করে নিতে হবে।
ডিমের সাদা অংশ ভাল করে ফেটিয়ে নিতে হবে। এরপর তাতে মেশাতে হবে দই। চুলে লাগিয়ে রাখতে হবে আধ ঘণ্টা। সালফেট মুক্ত কোনও শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে।
চার চামচ অ্যাপল সিডার ভিনিগার মেশাতে হবে। শ্যাম্পু করার পর ওই মিশ্রণ চুলে দিতে হবে। দু মিনিট পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
চুলের জৌলুস বাড়ায় নারকেলের দুধ। শ্যাম্পু এবং কন্ডিশনারের পর চুল ধুয়ে নিতে হবে। তারপর এক কাপ নারকেলের দুধ চুলে দিয়ে ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করতে হবে। ফের জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
অলিভ ওয়েলে চুলের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। অলিভ ওয়েল মেখে আধ ঘণ্টা স্ক্যাল্প এবং চুলে মেখে রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিতে হবে।
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -