Milk Allergy : দুধ খেলে সমস্যা হচ্ছে ? এই কারণে হতে পারে, জেনে নিন
Health Problem : দুধের পর পেট ফুলে যাওয়া বা পাতলা পায়খানা হলে ল্যাকটোজ সমস্যা হতে পারে। বিস্তারিত জেনে নিন।
Continues below advertisement
দুধ খেলেই সমস্যা হচ্ছে ?
Continues below advertisement
1/8
দুধ খেলে কিছু মানুষের ডায়রিয়া হয়, কারো কোষ্ঠকাঠিন্য হয় এবং কিছু সময় ত্বকে লাল ফুসকুড়ি দেখা যায়।
2/8
এই ধরনের লোকেদের দুধ খাওয়ার পরে পেট ফুলে যায়, গ্যাস এবং ডায়ারিয়ার মতো সমস্যা হয়।
3/8
যদি আপনার শরীর পর্যাপ্ত ল্যাকটেজ তৈরি না করে, তাহলে আপনি ল্যাকটোজ হজম করতে পারবেন না। এর ফলে আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে।
4/8
আমাদের ক্ষুদ্রান্ত্রে ল্যাকটেজ নামক একটি এনজাইম থাকে এবং সেই ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজ হজম করার কাজ করে।
5/8
দুধ অথবা দুগ্ধজাতীয় খাবার খাওয়ার পরে এই সমস্যা হয়। পেট ফোলা ল্যাকটোজ ইনটলারেন্সের প্রধান লক্ষণ।
Continues below advertisement
6/8
দুধ খাওয়ার পরে কিছু মানুষের ক্লান্তি এবং মাথাব্যথাও হতে পারে এবং তাদের জয়েন্টগুলোতে ব্যথা অনুভব হতে পারে।
7/8
ল্যাকটোজ ইনটলারেন্স এশিয়া আর আফ্রিকা মহাদেশের লোকেদের মধ্যে বেশি দেখা যায়। দুধ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর লক্ষণগুলো দেখা দিতে শুরু করে।
8/8
যদি লক্ষণগুলো গুরুতর হয় তবে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। এই সমস্যার জন্য গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে পরীক্ষা করানো উপযুক্ত হবে।
Published at : 02 Nov 2025 11:08 PM (IST)