Green Tea Benefits: গ্রিন টি-তে রয়েছে এই সব উপকার, জানেন কি?
গ্রিন টি-তে রয়েছে এই সব উপকার, জানেন কি?
1/7
ওজন কমানোর কথা উঠলেই ডায়েট লিস্টে প্রথমেই উঠে আসে গ্রিন টি-র নাম।
2/7
দুনিয়ার লোক দ্রুত ওজন কমাতে এই সবুজ রঙের কষাটে স্বাদের চায়ে বিশ্বাস রাখেন। বিশেষজ্ঞদের মতে, সাধারণ চা কিংবা কফির থেকে তুলনামূলক ভাল গ্রিন টি খাওয়া।
3/7
গ্রিন টি মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়, ফলে দ্রুত হয় ওজন কমার প্রক্রিয়া। মনে করেন বিশেষজ্ঞরা।
4/7
গ্রিন টি শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, গ্রিন টি রক্ত জমাট বাধতে দেয় না। এমনই দাবি করছেন বিশেষজ্ঞরা।
5/7
পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে গ্রিন টি শরীরের কোষক্ষয় রোধ করে। গ্রিন টি রক্তের গ্লুকোজ-এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এমনটাই বলছে গবেষণা।
6/7
হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে গ্রিন টি খুবই কার্যকরী। গ্রিন টি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভবনা অনেকটাই কমে যায়। মনে করেন বিশেষজ্ঞরা।
7/7
করোনার বিরুদ্ধে যুদ্ধে কাজে আসতে পারে গ্রিন-টি। গ্রিন-টির মধ্যে রয়েছে কোভিড-প্রতিরোধী এক যৌগ। এমনই দাবি করছেন বিশেষজ্ঞরা।
Published at : 14 Jul 2021 07:04 PM (IST)