Breakfast Benefits : সকালের জল-খাবার কি সত্যিই গুরুত্বপূর্ণ ? সত্যটা জেনে নিন

Breakfast Benefits : বয়স্কদের জলখাবার প্রয়োজন না হলেও শিশুদের জন্য এটা জরুরি।

Continues below advertisement

জলখাবার না খেলে কি ক্ষতি হতে পারে ?

Continues below advertisement
1/10
আমরা অনেকেই ছোটবেলা থেকে শুনে আসছি যে সকালের জলখাবার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার।
2/10
একটি নতুন গবেষণায় প্রাতরাশের বিষয়ে জানা গেছে । যেখানে বলা হয়েছে, যারা প্রাতরাশ করে ও যারা করে না, তাদের মস্তিষ্কের কার্যকারিতায় তেমন কোনও পার্থক্য নেই।
3/10
বৈজ্ঞানিকদের মতে, মস্তিষ্কের শক্তি গ্লুকোজ এবং শরীরের ফ্যাট থেকে আসে।
4/10
যখন আমরা অনেকক্ষণ কিছু খাই না, তখন শরীর কিটোনস নামক উপাদান তৈরি করে।
5/10
এই উপাদানগুলো মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য শক্তি সরবরাহ করে। কয়েক ঘণ্টা উপবাস করলেও মস্তিষ্কের কার্যকারিতায় তেমন কোনো প্রভাব পড়ে না।
Continues below advertisement
6/10
যদি ৮, ১২ অথবা ১৬ ঘণ্টা উপবাস করা হয়, তবে তা মস্তিষ্কের জন্য নিরাপদ বলে মনে করা হয়।
7/10
যদি কিছু সময়ের জন্য খাবার না খান তবে আপনার শরীর এবং মস্তিষ্কের উপর কোনও খারাপ প্রভাব পড়বে না।
8/10
গবেষণায় আরও বলা হয়েছে , বড়দের প্রাতরাশ না করলে তেমন কোনও সমস্যা হয় না। তবে শিশুদের জন্য ব্রেকফাস্ট করা খুবই জরুরি।
9/10
ছেলেমেয়েরা বেড়ে ওঠার পর্যায়ে থাকে, তাই তাদের পুষ্টিকর জলখাবার দরকার। এর ফলে তাদের শরীর ও মস্তিষ্ক দুটোই শক্তিশালী থাকে।
10/10
বয়স্ক ব্যক্তিরা মাঝে মাঝে জলখাবার না খেলেও চিন্তার কিছু নেই। তাদের শরীর এবং মস্তিষ্ক এই পরিবর্তনের সঙ্গে সহজে মানিয়ে নেয়।
Sponsored Links by Taboola