Cold Sores : এই রোগে কি আপনিও আক্রান্ত ? দ্রুত জানুন কী করবেন
Cold Sores Health Care: জ্বরঠোসা হলে কিছু ঘরোয়া পদ্ধতিতে রোগ সারানো সম্ভব। কিন্তু কীভাবে ?
এই রোগে কি আপনিও আক্রান্ত ? দ্রুত জানুন কী করবেন
1/10
মেডিক্যাল সায়েন্সে জ্বরঠোসাকে বলা হয়, ফিভার ব্লিস্টার। জ্বরঠোসা হলে কিছু ঘরোয়া পদ্ধতিতে রোগ সারানো সম্ভব।
2/10
হালকা ইষৎ উষ্ণ গরম জলে সামান্য লবণ নিয়ে মুখ ধুলেও উপকার মেলে। এতে কষ্ট অনেকটাই কমে আসে।
3/10
অ্যান্টি ভাইরাল উপাদান সমৃদ্ধ টি ট্রি অয়েল তুলোতে নিয়েও ব্যবহার করতে পারেন। এতেও রোগমুক্তি সম্ভব।
4/10
সুতির কাপড়ে অ্যাপেল সিডার ভিনিগার নিয়েও আপনি ওই স্থানে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
5/10
জ্বরঠোসা হলে অ্যালোভেরা খুবই ভাল কাজ করে। ক্ষতস্থানের উপর লাগালে জ্বালা যন্ত্রণা কমে আসে।
6/10
মধুতেও এই রোগের মুশকিল আসানা মেলে। যেহেতু মধুতে অ্য়ান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই এটি খুবই উপকারি।
7/10
জ্বরঠোসা কমানোর ঘরোয়া টোটকা হল রসুন। এতে সংক্রমণের ঝুঁকি কমে আসে। ক্ষতস্থান দ্রুত শুকিয়ে আসে।
8/10
মেডিক্যাল সায়েন্স বলছে, জ্বরঠোসা হওয়ার কারণ মূলত, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের সংক্রমণ।
9/10
তবে জ্বরঠোসা অনেক ক্ষেত্রে সংক্রামিত ব্যক্তির হাঁচি বা লালার সংস্পর্শ লাগলেই ছড়িয়ে পড়ে।
10/10
যদি এই ঘরোয়া টোটকাগুলিতে ক্ষত না সারে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
Published at : 27 Jan 2025 02:35 PM (IST)