Christmas Cake: বড়দিনের কেক কেনা শুরু ? কোভিড বিধি খতিয়ে দেখছেন কি ?
সারা দেশ জুড়ে বেড়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কোভিড নিয়ে ফের সতর্কতা জারি। যেকোনও খাবারেও তাই ততোটাই বিধি মেনে চলা উচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই বেকারি এবং দোকানগুলিতে কতটা মানা হচ্ছে কোভিড বিধি ?
বিশেষ করে শহরে কেকের দোকানগুলিতে যেহেতু এসি থাকে, তাই কোভিডবিধি মেনেই প্রবেশ করলে ভাল হয় গ্রাহকদেরও।
কারণ বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, বাইরে এসি প্লেসেই সংক্রমণের প্রবণতা বেশি থাকে। তাই সতর্ক থাকবেন।
কোভিড পরিস্থিতিতে, গ্লাভস, মাস্ক ব্যবহারটা জরুরী বলেই দাবি বিশেষজ্ঞদের।
এখানেই শেষ নয়, কেক তৈরির কাঁচামাল যে বাজার থেকে আসছে, সেটাও কতটা হাইজিনিক, সেটাও খতিয়ে দেখা উচিত।
কোভিড পরিস্থিতিতে যতটা সম্ভব সুস্থ থাকার চেষ্টা করুন, কারণ আপনার অন্য একটা রোগ আপনার ইমিউনিটি কমিয়ে কোভিডের আশঙ্কা বাড়াবে।
কোভিড পরিস্থিতিতে কেক কিনে বাড়ি আনার পরেও হাইজিন মেনেটেন করুন। সঙ্গে সঙ্গেই খাবেন না। খোলা হাওয়ায় কিছুটা সময় রাখুন। খাওয়ার আগে হাত স্যানিটাইজার দিয়ে ধুয়ে নিন।
কোভিড পরিস্থিতিতে গ্রাহক, দোকানদার, বেকারি প্রত্যেকেরই শরীরের তাপমাত্রা বুঝে কোভিড বিধি মেনে বাইরে বেরোনো উচিত। কারও যদি উপসর্গ থেকে থাকে, দ্রুত পরীক্ষা করান।
কোভিড পজিটিভ হলে যারা আপনার সংস্পর্শে এসেছেন গত কয়েকদিনে, তাঁদের সকলকে সতর্ক করুন, টেস্ট করতে বলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -