Covid 19 Medicine: বদলাচ্ছে করোনা চিকিৎসা, বাতিল হয়ে গেল কোন কোন ওষুধপত্র?
দিনে দিনে চরিত্র বদলাচ্ছে করোনা! সামনে আসছে Covid-19’র নিত্য নতুন স্ট্রেন। সেই সঙ্গে বদলাচ্ছে উপসর্গও!তার ফলে, বদলাচ্ছে করোনার চিকিৎসা পদ্ধতিও। এমন অনেক ওষুধ আছে, যা শুরুতে, করোনা চিকিৎসায় কার্যকরী বলে মনে করা হলেও, পরে তা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই তালিকায় সবার উপরে নাম হাইড্রক্সিক্লোরোকুইনের। করোনার সংক্রমণ ঠেকাতে, এই ওষুধ গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে দাবি করেছিলেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত থেকে এই হাইড্রক্সি-ক্লোরোকুইন পেতে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন তিনি। কিন্তু, পরে করোনা চিকিৎসায় এই ওষুধের ব্যবহারই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়!
বাদ পড়ার তালিকায় রয়েছে Ivermectin, Remdesivir, Tocilizumab-ও । এই ওষুধগুলো এখন আর করোনা চিকিৎসায় ব্যবহার করা হয় না!
Remdesivir, Tocilizumab বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, হাইড্রক্সি ক্লোরোকুইন আর Ivermectin ব্যবহার করা হচ্ছে না। এবিপি আনন্দ-কে জানালেন, ডা. সুস্মিতা রায়চৌধুরী
গতবছর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর, তাঁকে দেওয়া হয়েছিল ককটেল অ্যান্টিবডির ডোজ।
এখন এ রাজ্যেও বিশেষ বিশেষ এই ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। যেমনটা দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ঠিক, একই ভাবে এখন ব্যবহার করা হচ্ছে Molnupiravir-ও।
স্বাস্থ্যভবন নতুন প্রটোকল প্রকাশ করে জানিয়েছে, করোনা আক্রান্তদের চিকিত্সায় আর মনোক্লোনাল অ্যান্টিবডি ও Molnupiravir রাজ্যে ব্যবহার করা যাবে না।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, মনোক্লোনাল অ্যান্টিবডি ও Molnupiravir বাদ দেওয়া হয়েছে কারণ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইনে এর উল্লেখ নেই।
সব মিলিয়ে করোনা যেভাবে চরিত্র বদলাচ্ছে, সেভাবেই বদলাচ্ছে চিকিৎসার প্রোটোকলও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -